টুকরো খবর
মাটি খুঁড়ে উদ্ধার সদ্যোজাতর দেহ
এক সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার খোদামবাড়ি এলাকার জয়নপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শিশুটি মৃত ছিল না তাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। জয়নপুর গ্রামের বাসিন্দা অবিবাহিতা এক তরুণী মাস সাতেক আগে নন্দীগ্রামের বয়াল এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। পথে দুই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু তখন এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। ধর্ষণের জেরে ওই তরুণী গর্ভবতী হয়ে কয়েকদিন আগে এক শিশুর জন্ম দেন। এরপরই ওই সদ্যোজাতকে পরিবারের লোকজন বাড়ির কাছে একটি বাগানে পুঁতে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে রবিবার সকালে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও শুভজিৎ গড়াইয়ের উপস্থিতিতে মাটি খুঁড়ে ওই সদ্যোজাতর দেহ উদ্ধার করা হয়। পরে ওই তরুণীর মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিষয়টি। তাঁরা পুলিশের কাছে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে শেখ ওবাইদুল ও শেখ পুনা নামে এলাকার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিক্ষোভ
পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের সভাপতিকে দলীয় কার্যালয়ে চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন দলেরই অঞ্চল যুব সভাপতি। প্রায় দু’শো সমর্থক নিয়ে রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। লোক জমায়েত করে দুই গোষ্ঠীই। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মৃণালকান্তি দাস গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে বলেন, “মঙ্গলবার উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।” দলের অঞ্চল সভাপতি যুধিষ্ঠির মাইতি বলেন, “মথুরায় দলীয় অঞ্চল কার্যালয়ে বসে কাজ করার সময় হঠাৎ দলের যুব সভাপতি অমিত মণ্ডলের নেতৃত্বে লোকজন এসে হুমকি, গালিগালাজ করে। আমাকে আটকে রাখা হয় কয়েক ঘণ্টা। এই সব ঘটনা দলেরই ক্ষতি করেছে।”

প্রতারণার অভিযোগ, ধৃত
ইন্টারনেটে ভ্রমণ সংস্থার মাধ্যমে দিঘায় বেড়াতে আসার জন্য ঘর ভাড়া করে প্রতারিত হলেন কলকাতার চেতলার বাসিন্দা দেবব্রত রায়। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছে। দেবব্রতবাবুর অভিযোগ, সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে তিনি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। দিঘায় দু’দিনের জন্য চারটি ঘরের ভাড়া বাবদ সাড়ে চার হাজার টাকা সংস্থার অ্যাকাউন্টে জমাও দেন। গত মঙ্গলবার দেবব্রতবাবু পরিবার নিয়ে দিঘায় এসে সংস্থার কর্মী তারক দে-এর সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন তাঁর নামে কোনও হোটেলে বুকিংই হয়নি। এরপরই তিনি দিঘা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তারককে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অস্বাভাবিক মৃত্যু
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে শনিবার রাতে ঘাটাল থানার লক্ষ্মণপুরে রহস্যজনক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবু দোলই (২৫)। বাড়ি হুগলির গোঘাটের হাজিপুরে। পুলিশ সূত্রের খবর, শনিবার এক পুজোর অনুষ্ঠানে হাজিপুর থেকে শিবুবাবু ও তাঁর বন্ধু গোপাল দোলই লক্ষ্মণপুরে মানিক দোলইয়ের বাড়িতে এসেছিলেন। তিন জনই ওই দিন অতিরিক্ত মদ্যপান করেছিলেন। পরে তাঁরা রাতের দিকে পুজো দেখতে বের হন। কিছু সময় পর শিবু বন্ধুর বাড়িতে চলে আসেন। রাতে পুজো দেখে ফেরার পথে তাঁকে মানিকবাবুর বাড়ির অদূরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন দুই বন্ধু। রবিবার সকালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

গুজব ছড়িয়ে ধৃত
পরীক্ষা শুরু হতে তখন আর ঘণ্টাখানেক বাকি। মেদিনীপুরের ধর্মা মোড়ে প্রবল যানজটে আটকে বহু পরীক্ষার্থী। রাস্তায় নেমে বিক্ষোভও দেখাচ্ছেন কেউ কেউ। অবস্থা সামলাতে হাজির মহকুমাশাসক অমিতাভ দত্ত। হঠাৎই তাঁর সামনে বিক্ষোভকারীদের এক জন মোবাইলে প্রশ্ন-উত্তর বলতে থাকে। সন্দেহ হয় মহকুমাশাসকের। তাঁর নির্দেশে সন্তু মাঝি নামে ওই যুবককে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গড়বেতার বাসিন্দা সন্তুর পরীক্ষাকেন্দ্র ছিল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে। পরীক্ষা আর দেওয়া হয়নি তাঁর।

কেন্দ্র বিভ্রাট
ইন্টারনেট বলেছিল, তাঁর পরীক্ষাকেন্দ্র পশ্চিম মেদিনীপুরে লালগড়ের বনপুকুরিয়া আহ্লাদি হাইস্কুল। সেই মতো রবিবার সেখানে গিয়েছিলেন সবংয়ের কার্তিক সামন্ত। পৌঁছে দেখেন, পরীক্ষার্থীর তালিকায় তাঁর নাম নেই। হেল্পলাইনে ফোন করে জানতে পারেন, তাঁর কেন্দ্র দাসপুরের একটি স্কুলে। তখন আর কার্তিকের পক্ষে দাসপুর পৌঁছনো সম্ভব ছিল না। তাই এ বারের মতো পরীক্ষা দেওয়া হল না তাঁর।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের কাজলা গ্রামের রামজান চোকদারের (২১)। পুলিশের অনুমান, শনিবার চোলাই মদের বিষক্রিয়াতেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.