রোনাল্ডো বনাম মেসি রেষারেষির মহাকাব্যে নতুন অধ্যায় যোগ করে চিরপ্রতিদ্বন্দ্বীকে আবার টেক্কা দিলেন লিওনেল মেসি। গড়লেন নতুন রেকর্ড। তাও যে সে রেকর্ড নয়। এক মরসুমে রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডোর লা লিগার প্রতিটি দলের বিরুদ্ধে গোল করার অনবদ্য রেকর্ড। যে রেকর্ডে নতুন মাত্রা যোগ করে তার উপর নিজের নামের শিলমোহর এঁটে দিলেন মেসি। আর বোঝালেন প্রতি ম্যাচে গোল করার মতো নিয়মিত রেকর্ড ভাঙাটাও তাঁর অভ্যাসে দাঁড়িয়েছে।
শনিবার সেল্টা ফিগোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল পাওয়ায় এই মরসুমে লা লিগার প্রতিটি দলের বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েন মেসি। তাও টানা উনিশ ম্যাচে! ২০১১-’১২ মরসুমে রোনাল্ডোও লা লিগায় সব ক্লাবের বিরুদ্ধে গোল করেছিলেন। কিন্তু মেসির মতো তা টানা ম্যাচে করতে পারেননি সিআরসেভেন। |
মেসি। লা লিগায় অপ্রতিরোধ্য। ছবি: এএফপি |
গত বছর গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ভেঙে মেসি প্রবাদটাকে ফের সত্যি প্রমাণ করেছিলেন যে, ‘রেকডর্স আর মেন্ট টু বি ব্রোকেন।’ এ বার নিজের মুকুটে আরও এক নতুন পালক গুঁজে বলেছেন, “আমি সত্যিই খুব ভাগ্যবান যে গোলগুলো করতে পেরেছি।” কিন্তু নতুন মাইলস্টোন ছুঁয়েও সেল্টা ফিগোর সঙ্গে জেতা ম্যাচ তাঁর ক্লাব ২-২ ড্র করায় হতাশ বার্সেলোনা তারকা। বলেছেন, “আরও বেশি খুশি হতাম যদি ম্যাচটা আমরা জিততে পারতাম। লক্ষ্য হারিয়ে ফেললে চলবে না। পরের ম্যাচ জিততেই হবে।” অন্য দিকে, রিয়াল জারাগোজার সঙ্গে রিয়াল মাদ্রিদও ১-১ ড্র করায় লা লিগা টেবিল অপরিবতির্ত থেকে গেল। লিগে ৯ ম্যাচ বাকি থাকতে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনও মেসির বার্সেলোনা। |
রোনাল্ডো। গোল করেও মাচ ড্র। |
এ দিকে, চোটের কারণে স্পেনের হয়ে খেলতে না পারলেও বার্সেলোনা দলের সঙ্গে এ দিন প্যারিস রওনা হয়ে গেলেন জাভি ও ইয়র্ডি অ্যালবা। প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের অ্যাওয়ে ম্যাচ খেলতে। ক্যান্সারের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠে এই ম্যাচে মাঠে ফিরছেন বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা। ম্যাচের আগে প্যারিসেই বার্সেলোনা দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন তিনি। আবার, ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যমের প্রকাশিত খরব অনুযায়ী, বার্সেলোনাকে হারানোর জন্য গোপনে রিয়াল কোচ হোসে মোরিনহোর টিপস নিচ্ছে প্যারিস সাঁ জা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল বার্সা-প্যারিস সাঁ জা । ১৯৯৫ সালের সেই কোয়ার্টার ফাইনালে দু’পর্ব মিলিয়ে ফরাসি ক্লাব ৩-২ জয় পেয়েছিল। মেসিরা মাঠে নামার সময় যেটা নিশ্চয়ই মাথায় রাখবেন। |