জাভেদ ‘হিরে’ খুঁজে পেলেন জহুরি সচিন |
ভারতীয় দলের নেট বোলার হওয়ার সুযোগ পাওয়াটাই তাঁর ক্রিকেট জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সেরা জহুরি সচিন তেন্ডুলকরের চোখে যখন পড়েছেন, তখন ধরে নেওয়া যেতে পারে তাঁর মধ্যে প্রতিভা নিশ্চয়ই আছে। কয়েক দিনের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ২০ বছরের তরুণ জাভেদ খানকে মাঠে নামতে দেখলে অবাক হবেন না। কারণ, এখন তিনি মুম্বই দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার।
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের আগে ফিরোজ শাহ কোটলায় ভারতীয় দলের নেটে জাভেদকে দেখার পরই সচিন তাঁকে আইপিএলে খেলার প্রস্তাব দেন। চাঁদ হাতে পাওয়া কাকে বলে, যেন তা বুঝে নিলেন জাভেদ। কখনও বয়সভিত্তিক ক্রিকেট খেলেননি। বাড়িতে আর পাঁচজন তরুণের মতো টেনিস বলে ক্রিকেট খেলা শুরু। ১৮ বছর বয়সে প্রথম ‘সিজন বল’ হাতে নেওয়া। শাস্ত্রী পার্কে ক্রিকেট খেলার সময় চেতন চৌহানের চোখে পড়ে যান। চেতনই তাঁকে নিজের অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করার ব্যবস্থা করে দেন। থাকারও ব্যবস্থা করে দেন।
কোটলার নেটে তাঁর বলের গতি দেখে সচিন নিজেই জাভেদকে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে আসার প্রস্তাব দেন। দিল্লির কাছে উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম গজরৌলার এক অবসরপ্রাপ্ত সেনা হাওয়ালদারের ছেলের বোলিং পছন্দ হয়েছে রিকি পন্টিং, জন রাইটদেরও। এ বার পন্টিং, তেন্ডুলকরদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করে নেবেন। এ স্বপ্ন সত্যি হওয়া ছাড়া কী?
|
আমার স্ত্রী ভেবেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাড়িতে বেশি সময় কাটাব। কিন্তু এখন আরও বেশি ক্রিকেট খেলছি। আইপিএলে ফিরে এসে দারুণ লাগছে। ভাগ্যক্রমে দীর্ঘদিন অস্ট্রেলিয়া টিমকে নেতৃত্ব দেওয়ায় একটা দলকে কী ভাবে সফল করা যায় তার খুব ভাল ধারণা আমার রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া এবং সচিন, হরভজনের সঙ্গে একই দলে খেলার কথা ভাবতেই দুরন্ত লাগছে। অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য দেরি করে দলে যোগ দেবে। সচিন, হরভজনকে এখনও পাইনি। সবথেকে বড় চ্যালেঞ্জ তাই দলের সব ক্রিকেটারকে একসঙ্গে করা। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখব না। পাশাপাশি দেখব যাই করা হোক না কেন, দলের সবাই যেন সবার কথা ভাবে। আর মাঙ্কিগেট-এর কথা যদি বলেন, সে সব এখন অতীত। আমরা এখন সবাই সবার বন্ধু।
|
মুম্বইয়ের থিঙ্ক ট্যাঙ্ক। প্র্যাক্টিস ম্যাচ দেখছেন রাইট-পন্টিং-কুম্বলে। ছবি: পিটিআই
|
না, এই বছরেও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিল মুম্বই ক্রিকেট সংস্থা। গত বার আইপিএলে নাইটরা মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর মাঠেই উৎসব চলাকালীন ওয়াংখেড়ের নিরাপত্তারক্ষী ও কর্তাদের সঙ্গে ঝামেলা হয় শাহরুখের। তার জেরেই তাঁকে মুম্বই ক্রিকেট সংস্থার কোনও মাঠে পাঁচ বছরের জন্য ঢুকতে নিষেধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা বহাল থাকছে বলেই মনে করিয়ে দিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার সচিব নিতিন দালাল।
|
‘বোলারদের জন্য আইপিএল নয়’ |
হরভজন সিংহ চান তাঁকে একজন ক্রিকেটারের পাশাপাশি ভাল মানুষ হিসেবে মনে রাখুক সবাই। আইপিএল সিক্স শুরুর আবহে হরভজন বললেন, “জাতীয় দলে ওয়ান ডে টিমে ফিরে আসার প্ল্যাটফর্ম হিসেবে আইপিএলকে কাজে লাগানোর কথা ভাবছি না। প্রত্যেকটা ম্যাচ ধরে এগোব। তা ছাড়া, আইপিএলে বোলাররা খুব সুবিধা পায় না। তবে, অনিলভাই মেন্টর হিসেবে থাকায় বিশাল সুবিধা হবে।”
|
গত পাঁচ বছর ধরে আইপিএলে চেন্নাই সুপারকিংসের ম্যাচ থাকলে একটা দৃশ্য দেখা যেত। বাউন্ডারির ধারে ড্রাম বাজিয়ে চলেছেন শিবামনি। এই পরিচিত দৃশ্য এ বার আর দেখা যাবে না। রবিবার কলকাতায় এসে শিবমনি বলে গেলেন, “এ বার আর চেন্নাইয়ের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই আমি এ বার আর ওদের সঙ্গে নেই।” |