অন্ধ্রের অপহৃত ব্যবসায়ী উদ্ধার হাওড়ায়, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অন্ধ্রপ্রদেশের এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা পেতেন তাঁর হাওড়াবাসী কয়েক জন অংশীদার। অভিযোগ, সেই টাকা আদায়ের জন্য তাঁরা ওই ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখেছিলেন। টাকা না-দিলে প্রাণে মেরে দেওয়া হবে বলে ওই ব্যবসায়ীর বাড়িতে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। শেষে ওই ব্যবসায়ীর স্ত্রী পুরো বিষয়টি ই-মেল করে জানান হাওড়া সিটি পুলিশকে। আর সেই ই-মেলে দেওয়া সন্দেহভাজন কয়েক জনের নাম ও কয়েকটি ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে চার দিনের মধ্যে অনিল কাবরা নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁরই তিন অংশীদারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, শেয়ার ব্যবসায়ী অনিল মাঝেমধ্যেই ব্যবসার কাজে কলকাতা, হাওড়ায় আসতেন। সেই মতো বেশ কয়েক দিন আগে তিনি হাওড়ায় এসেছিলেন। এর পরে গত ২৬ মার্চ অনিলবাবুর স্ত্রী হাওড়া সিটি পুলিশকে ই-মেল মারফত একটি অভিযোগে জানান, তাঁর স্বামীকে হাওড়ায় আটকে রেখেছে তাঁদেরই ব্যবসার কয়েক জন অংশীদার। এবং মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে, মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা না-দিলে অনিলকে প্রাণে মেরে ফেলা হবে।
ই-মেল পাওয়ার পরে কী করল পুলিশ? হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “ওই ই-মেলের ভিত্তিতেই হাওড়া থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। এর পরে হাওড়া থানার পুলিশ ও গোয়েন্দারা যৌথ ভাবে তদন্ত শুরু করে।” পুলিশ সূত্রের খবর, ই-মেলে অভিযোগ জানানোর পাশাপাশি অনিলবাবুর স্ত্রী সন্দেহজনক কয়েক জন অংশীদারের নাম এবং যে মোবাইল নম্বরগুলি থেকে হুমকি-ফোন আসছিল, সেগুলি উল্লেখ করেছিলেন। সেই সব সূত্র ধরেই তদন্ত শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোন নম্বরের সূত্র ধরে গত ২৮ মার্চ রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকা থেকে অশোক মাহাতো নামে এক প্রাক্তন সেনা জওয়ানকে প্রথমে গ্রেফতার করা হয়। তিনিও অনিলের শেয়ার ব্যবসার অংশীদার। তাঁকে জেরা করে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। এর পরে ওই ধৃত ব্যক্তিকে দিয়েই অন্য অপহরণকারীদের সঙ্গে বেশ কয়েক বার মোবাইল ফোনে কথা বলানো হয়। শেষে ফোনের টাওয়ারের অবস্থান ধরেই ২৯ মার্চ গভীর রাতে গোলাবাড়ি থানার ফকির বাগান লেনের একটি বাড়ি থেকে অনিলকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ওই বাড়ির মালিক দুই ভাই রবিন রাই ও সন্দীপ রাইকে। পুলিশ জানায়, অনিলের ব্যবসার কয়েক জন অংশীদারের মধ্যে রবিন ও সন্দীপও রয়েছেন। কয়েক জন অংশীদার মিলে পরিকল্পনা করেই অন্ধ্রপ্রদেশের ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বেশ কিছু দিন ধরেই অনিলের কাছ থেকে অন্য অংশীদারেরা ১০ লক্ষ টাকা পেতেন। কিন্তু অনিল তা দিচ্ছিলেন না। তাই হাওড়ায় আসার পরেই তাঁকে অপহরণ করে আটকে রাখা হয় রবিনদের বাড়িতে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |