টুকরো খবর
সস্ত্রীক ধৃত ওড়িশার প্রাক্তন মন্ত্রী
শেষ পর্যন্ত হাওড়ার শালিমারের এক ফ্ল্যাট থেকে সস্ত্রীক গ্রেফতার হলেন ওড়িশার সদ্য-প্রাক্তন আইনমন্ত্রী রঘুনাথ মহান্তি। শুক্রবার গভীর রাতে হাওড়া পুলিশের সহায়তায় ওড়িশা পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে হানা দিয়ে মহান্তি ও তাঁর স্ত্রী প্রীতিলতা মহান্তিকে গ্রেফতার করে। দিন কয়েক আগে তাঁদের বিরুদ্ধে ৪৯৮-এ ধারায় অভিযোগ আনেন মহান্তির পুত্রবধূ। থানায় এফআইআর জানানোর বারো ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশে মহান্তি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। পুত্রবধূর অভিযোগ ছিল, বাপের বাড়ি থেকে ২৫ লক্ষ টাকা আনার জন্য তাঁর স্বামী-শ্বশুর-শাশুড়ি তাঁর উপরে অত্যাচার করছেন। মহান্তি অভিযোগ অস্বীকার করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তা মানতে চাননি। মহান্তিকে ইস্তফা দিতে নবীন বাধ্য করেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় বিধানসভার ভিতরে-বাইরে। এরপরেই ওড়িশা পুলিশ মহান্তির ছেলেকে গ্রেফতার করে। মহান্তি ভুবনেশ্বর ছেড়ে পালিয়ে যান। হাওড়া পুলিশ সূত্রের খবর, কয়েক দিন ধরেই রঘুনাথ মহান্তি নামে ওই প্রাক্তন মন্ত্রী ও তার স্ত্রী প্রীতিলতা মহান্তি শালিমার স্টেশন এলাকার একটি ফ্ল্যাটে থাকছিলেন। ওড়িশা পুলিশের তরফে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশকে বিষয়টি জানানো হয়। সেই মতো রাত ১টা নাগাদ হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর এবং ওড়িশা পুলিশের ‘হিউম্যান রাইটস প্রোটেকশন সেল’ এর একটি দল যৌথভাবে শালিমারের ওই ফ্ল্যাটে অভিযান চালায়। হাওড়া সিটি পুলিশের কমিশনার অজেয় রানাডে বলেন, “ওঁরা আমাদের কাছে সহায়তা চেয়েছিলেন, আমাদের গোয়েন্দারা সাহায্য করেছে।”

অনুমতি নেই, বাতিল মিছিল
পুলিশ অনুমতি দেয়নি, এই অভিযোগ তুলে আজ, রবিবার শাসনে মিছিল করার কর্মসূচি থেকে পিছিয়ে এল সিপিএম। আগামী ৭ এপ্রিল ওই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে, নির্ধারিত কর্মসূচি মেনে রবিবার তৃণমূল শাসনে মিছিল করবে। শনিবার বারাসতে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য দাবি করেন, “রাজনৈতিক চাপে পড়ে পুলিশ অনুমতি না দেওয়ায় রবিবার সকালে শাসনে মিছিল হচ্ছে না। ৭ এপ্রিল আমরা পুলিশের অনুমতি না পেলেও মিছিল করব। বাম আমলে পুলিশকে চিঠি দিয়ে কখনও বিরোধীদের মিছিল করতে হয়নি।” জেলা সিপিএম নেতৃত্বের দাবি, ২৫ মার্চ বারাসত থানার আইসিকে চিঠি দিয়ে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা মেলেনি। অথচ, রবিবার বিকেলে তৃণমূলকে শাসনে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বারাসত থানা মন্তব্য করতে অস্বীকার করে। তৃণমূলের জেলা পর্যবেক্ষক ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, “সিপিএম শাসনে মিছিল করতে চেয়ে বারাসত থানায় কোনও আবেদনই জমা দেয়নি। সিপিএম শাসনে মিছিল করলে লোক হবে না। মিছিলের সাহস পাচ্ছে না।”

ছাত্রীকে খুনের হুমকি, ধৃত
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে বসিরহাটের তপারচরের বিশ্বাসপাড়ার বাসিন্দা তরুণ বিশ্বাস নামে পেশায় রিকশা-চালক ওই যুবককে ধরা হয়। বছর চোদ্দোর ওই ছাত্রীর বাড়ি বসিরহাট থানার কাছেই। পুলিশে দায়ের করা অভিযোগে তার মা জানিয়েছেন, দেড় বছর ধরে তপন তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছে। স্কুলে যাতায়াতের পথে মেয়েকে হুমকি এবং কুপ্রস্তাব দিত। মাসখানেক ধরে মেয়ে স্কুলে যাতায়াতও বন্ধ করে দেয়। বুধবার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির কাছে এসে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে এবং তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তরুণ। মেয়ে প্রতিবাদ করায় খুনের হুমকি দেয়।

ছিনতাই করে ধৃত
ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ে গেল দুই সশস্ত্র দুষ্কৃতী। পুলিশ জানায়, শনিবার দুপুরে সোনারপুর থানার রাজপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২০ হাজার টাকা তুলে হেঁটে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা অনুপ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আচমকাই মোটরবাইক-আরোহী দুই যুবক তাঁর পথ আটকায় এবং ব্যাগটি ছিনিয়ে পালায়। এলাকায় টহলরত সোনারপুর থানার পুলিশ অনুপবাবুর চিৎকার শুনে দুষ্কৃতীদের ধাওয়া করে। পুলিশ জানায়, কিছু দূর ধাওয়া করার পরেই ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। ধৃতদের নাম দীপঙ্কর নস্কর এবং শৈলেন মিস্ত্রি। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা এবং একটি দেশি রিভলভার উদ্ধার হয়েছে।

মথুরাপুরে ছিনতাই
কাজ সেরে ফেরার পথে মথুরাপুরের যজ্ঞিবাড়ি মোড় এলাকায় গাড়ি থামিয়ে এক ঠিকাদারের কাছ থেকে কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালাল জনা ছয়েক দুষ্কৃতী। শনিবার বিকেলের ঘটনা। তপন দত্ত নামে বাঁশদ্রোণীর ওই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, দুষ্কৃতীরা চারটি মোটরবাইকে এসেছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু ভদ্রেশ্বরে
বাজার সেরে বাড়ি ফেরার সময়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার বারোয়ারিতলায়। পুলিশ জানায়, মৃতের নাম অলঙ্করণ চূড়ামণি (৪৩)। বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার পরে এলাকার লোকজন ধাওয়া করে ট্রাকটি ধরে ফেলেন। চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেহটি ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর উল্টে যাওয়ায় মৃত্যু হল চালকের। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে গোঘাটের শাঁকাটি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম হেমন্ত বেসরা (২৬)। বাড়ি ওই গ্রামেই। তিনি ট্রাক্টর চালিয়ে একটি ঢালে উঠছিলেন। ইঞ্জিনটি উল্টে যাওয়ায় চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ট্রেন থেকে পড়ে মৃত কলেজ শিক্ষক
ট্রেনের গতি কিছুটা কম হওয়ায় তড়িঘড়ি প্ল্যাটফর্মে নামার চেষ্টা করেছিলেন। কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যান রেললাইনে। ট্রেনের চাকায় পিষে যায় দেহ। শনিবার আন্দুল স্টেশনে এই দুর্ঘটনায় মারা যান ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু রায় (৫৩)। অমলেন্দুবাবুর বাড়ি হুগলির কানাগড়ের আশ্রমমাঠ এলাকায়। রোজ ট্রেনে চেপেই ঝাড়গ্রাম যাতায়াত করতেন তিনি। এ দিনও কলেজ থেকে ফেরার পথে ট্রেনে প্রথমে খড়্গপুর আসেন। জিআরপি সূত্রের খবর, এই ট্রেনটির গন্তব্য শালিমার। তাই আন্দুল স্টেশনে ট্রেনের গতি কম হওয়ায় নামার চেষ্টা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তখনই তাঁর পা হড়কে যায়। টাল সামলাতে না পেরে পড়ে যান রেললাইনে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। আন্দুল স্টেশনের সিনিয়র আরপিএফ তাপসকুমার দে বলেন, “আমরা দ্রুত দেহ তুলে ময়নাতদন্তে পাঠাই।”

উদ্ধার নিখোঁজ কিশোরী
নিখোঁজ কিশোরীকে বিহারের জুবামিয়া থানা এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। পূজা নাইয়া নামে ওই কিশোরী সোনারপুরের বিদ্যাধরপুর এলাকার বাসিন্দা। গত ২০ মার্চ থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পূজার মা ঝর্ণা নাইয়া সোনারপুর থানায় পূজার নিখোঁজ হওয়ার কথা জানান সে দিনই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পূজাদের বাড়িতে মন্দিরবাজার এলাকার বাসিন্দা আজিজুল মোল্লা ওরফে রাজু নামে এক যুবকের যাতায়াত ছিল। ঘটনার দিন থেকে রাজুও আর বাড়ি ফেরেনি। ২৪ মার্চ রাতে রাজু বাড়ি ফিরলে পুলিশ তাকে আটক করে। রাজু পুলিশের কাছে স্বীকার করে, জুবামিয়ার এক নাচের দলের কাছে সে পূজাকে বিক্রি করেছে। এর পরে সোনারপুর থানার পুলিশের একটি দল রাজুকে নিয়ে জুবামিয়ায় যায়। নাচের দলের কাছ থেকে পূজাকে উদ্ধার করে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.