গুরপ্রীত সিংহকে শাস্তি দিলেন ট্রেভর জেমস মর্গ্যান। কল্যাণীতে শুক্রবারের ম্যাচের শেষে টিম বাসে ওঠার সময় সমর্থকদের দিকে অশালীন ইঙ্গিত করার জন্য সিঙ্গাপুরগামী এ এফ সি কাপের দল থেকে তাঁকে ছেঁটে ফেলা হল। সাহেব কোচের নির্দেশে দ্বিতীয় কিপার হয়ে দলের সঙ্গে যাচ্ছেন জয়ন্ত পাল।
শুক্রবারের আই লিগ ম্যাচে পায়ের তলা দিয়ে গলিয়ে বিশ্রী গোল হজম করেছিলেন গুরপ্রীত। তার পর টিম বাসে ওঠার মুখে ক্ষুব্ধ দর্শকদের মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ান লাল-হলুদ কিপার। যার জেরে টিম বাস আটকান সমর্থকরা। লাঠি চালায় পুলিশ। রাতে যা শুনে ও দেখে গোলকিপার কোচ অতনু ভট্টাচার্যকে নিজের ক্ষোভের কথা জানান মর্গ্যান। এ দিন সকালে গুরপ্রীতকে ফোন করে প্রচণ্ড ধমকও দেন। ক্লাব সূত্রের খবর, মর্গ্যানের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চান পঞ্জাব তনয়। তাতেও ক্ষোভ কমেনি ব্রিটিশ কোচের। তিনি জানিয়ে দেন, “তোমাকে সিঙ্গাপুরের টিম থেকে বাদ দেওয়া হচ্ছে। বাকিটা ফিরে এসে সিদ্ধান্ত নেব।” এর পর মর্গ্যান ফোন করে ক্লাব কর্তাদের গুরপ্রীতের জায়গায় জয়ন্ত পালকে নেওয়ার কথা জানিয়ে দেন। জানা গিয়েছে, ফিরে এসে লাল-হলুদ কোচ বড় রকমের জরিমানা করতে পারেন বিতর্কিত গুরপ্রীতকে।
শনিবার রাতেই মর্গ্যান-সহ ১৯ জনের প্রথম দল সিঙ্গাপুরের ম্যাচ খেলতে রওনা হয়ে যায়। তার আগে মর্গ্যানের সঙ্গে এ দিন যোগাযোগ করা হলে তিনি বলে দেন, “গুরপ্রীত কিছু খারাপ কাজ করেছে, সে জন্য ওকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। এর বেশি কিছু বলতে চাই না।” আপনি কী দেখেছেন, ও কী করেছে? মর্গ্যান বলেন, “দেখিনি। তবে শুনেছি।” পাশাপাশি তিনি জানিয়ে দেন, “সিঙ্গাপুরের টিমটি যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।” ভিসা সমস্যা মিটিয়ে চার বিদেশিই যাচ্ছেন দলের সঙ্গে। খেলা দেখতে দলের সঙ্গে যাচ্ছেন দুই ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা ও ইসফাক আমেদ। |