আইপিএলের
টুকরো খবর
ইডেনের গেটে বাড়তি লোক চান পুলিশ কমিশনার
আইপিএল সিক্সে ইডেনে চালু হওয়া নতুন স্বয়ংক্রিয় প্রবেশপথে একজন করে বিশেষজ্ঞ চান পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। শনিবার ইডেন পরিদর্শনে এসে তিনি সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সিএবি কর্তাদের বলেন, দর্শকরা স্বয়ংক্রিয় গেট থেকে মাঠে প্রবেশের সময় কোনও সমস্যায় যাতে না পড়েন তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে দর্শকদের সাহায্য করতে একজন টেকনিক্যাল লোক ১৭টি গেটের প্রতিটিতে থাকবেন। ১ এপ্রিল বিকেলে স্বয়ংক্রিয় গেট থেকে দর্শকদের মাঠে ঢোকার ব্যবস্থা পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়াও তিনি মাঠে দর্শকদের জন্য যথেষ্ট পরিমাণে পানীয় জলের পাউচ রাখার কথাও বলেছেন।

উদ্বোধন নিয়ে আগ্রহ ইউরোপেও
বুধবারের আইপিএল উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কম আগ্রহ নেই ইউরোপেও। শাহরুখের ঝাঁ চকচকে, অভূতপূর্ব অনুষ্ঠান যে সাড়া ফেলেছে সেখানেও, তার সবচেয়ে বড় প্রমাণ, সেখানকার সংবাদমাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে ফলাও লেখালেখি। এমনকী, কেন এই অনুষ্ঠানে পপ তারকা জেনিফার লোপেজ শেষ পর্যন্ত থাকছেন না, তার তদন্তও শুরু হয়ে গিয়েছে। লন্ডনের এক ট্যাবলয়েড লিখেছে, “ওই একটা অনুষ্ঠানের জন্য জেনিফার যা যা চেয়েছিলেন, তা আয়োজকদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেই তিনি শেষ পর্যন্ত না করে দিয়েছেন। জেনিফার ব্যক্তিগত বিমান, তাঁর বিশাল দলের জন্য হোটেলে এক সঙ্গে ডজন খানেক ঘর, নিজস্ব স্টাইলিস্ট ও রাঁধুনি ইত্যাদি নিয়ে যেতে চেয়েছিলেন।” জেনিফারের মুখপাত্র অবশ্য এত কিছু স্বীকার করেননি। তিনি শুধু বলেছেন, এক অ্যালবামের রেকর্ডিং পূর্বনির্ধারিত থাকায় তিনি শাহরুখদের না করে দিয়েছেন।

এসে গেল ডেয়ারডেভিলস
কলকাতায় আসার উড়ানে আন্দ্রে রাসেল-জয়বর্ধনেরা। ছবি ফেসবুকের।

হুমকির মাঝে এলেন মুরলীধরন
শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে যাবতীয় হুমকি এবং বিতর্কের মাঝে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন মুথাইয়া মুরলীধরন। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন তিনি। শ্রীলঙ্কায় তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠীর অন্যতম শাখা রাবণ গোষ্ঠী হুমকি দিয়েছে, শ্রীলঙ্কানরা ভারতে গেলে তারা চরম পদক্ষেপ নেবে। এ সবের মধ্যেই মুরলীকে নেটে অনেকটা সময় বল করতে দেখা গেল। সঙ্গী ছিলেন আর এক ভারতীয় স্পিনার মুরলী কার্তিক। দুই মুরলীর মধ্যে কথাও হল বেশ খানিকক্ষণ। শ্রীলঙ্কার মুরলী বেশ কিছু টিপসও দিলেন ভারতের মুরলীকে।

বিয়ে করে আসছেন ডে’ভিলিয়ার্স
আইপিএলে আসার আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিলেন দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে ক্যাপ্টেন ও রয়্যাল চ্যালেঞ্জার্সের তারকা এ বি ডে’ভিলিয়ার্স! শনিবার তিনি গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী ড্যানিয়েল সোয়ার্টের সঙ্গে। যদিও বিয়েটা নিয়ে বেশি ঢাক পেটাতে রাজি নন এ বি, তবে তাঁর সতীর্থ পল হ্যারিস টুইটারে খবরটা দিয়েছেন। ড্যানিয়েল অবশ্য তাঁর টুইটারে খবরটা জানিয়েছিলেন দু’সপ্তাহ আগেই। গত বার আইপিএলের সময়ই কয়েক দিনের ছুটি নিয়ে তাজ মহলের সামনে ড্যানিয়েলকে বিয়ের প্রস্তাব দেন এ বি। এক বছরের মধ্যেই বিয়ে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.