চাপ সামলানোর বিদ্যায় তাঁর চেয়ে বড় ওস্তাদ আর কে আছেন? আছেন হয়তো। কিন্তু এই মুহূর্তে মহেন্দ্র সিংহ ধোনির নাম করলে তাঁর সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করা যেতেই পারে। সেই ধোনি তাঁর সুপারস্পোর্ট টিম রাইডারদের চাপ সামলানোর টিপস দিতেই পারেন। কিনান সোফুওগলু, ফাবিয়ান ফোরেতরা অপেক্ষায় ছিলেন, কবে পাবেন সেই মূল্যবান টিপস। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান। তাঁদের উদ্দেশে ভারতীয় ক্রিকেট অধিনায়কের পরামর্শ, “ফল নিয়ে ভেবো না, নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা কর।”
শনিবার ফোরেতরা প্রথমবারের জন্য বুদ্ধ সার্কিট ঘুরে দেখলেন। নভেম্বরে এখানেই মরসুমের ফাইনালে নামবেন তাঁরা। তবে মূল ট্র্যাকে বাইক নিয়ে নামতে পারলেন না। কারণ, সেই নিয়ম নেই। তাঁর বাইক রাইডারদের দলের সঙ্গে এ দিন প্রায় তিন ঘন্টা কাটান ধোনি। ভারত অধিনায়কের বক্তব্য, “আমার সুপারবাইক দলের খবরাখবর নিয়মিত রাখি। আরও ভারতীয় তরুণ সুপারবাইকে আসুক, এমনটাই চাই আমি।” আর বাইক সম্পর্কে ধোনির আগ্রহ ও জ্ঞান দেখে তো অবাক তাঁর দলের দুই রাইডার। সোফুওগলু বললেন, “সন্ধেটা দারুণ কাটল। আমাদের মিনিট ১৫ আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বাইক, রেস জেতার কৌশল ও ক্রিকেট নিয়ে আলোচনা করতে করতে যে কী ভাবে ঝাড়া তিন ঘন্টা কেটে গেল জানি না।” ফ্রান্সের ছেলে ফোরেত ক্রিকেটটা বোঝেন না ঠিকই, তবে ভারতীয় ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার কথা জানেন। তিনিই তাঁর দলের মালিককে জিজ্ঞাসা করেন, ধোনি এই চাপ সামলান কী করে?
তার উত্তরেই ধোনি বলেন, “চাপ না নিয়ে খেলাটাকে ভালবাসি। এটাই আমার মূল মন্ত্র।” ধোনির এই সহজ দর্শনে মুগ্ধ ফরাসি রাইডার। |