আজ শহরে নাইট-অধিনায়ক
সহবাগ-শঙ্কা উড়িয়ে গল্ফের বাইশ গজে নাইটরা
চ্যাম্পিয়নদের আকাশ বোধহয় এমনই হয়!
শহরের এক দিকে আইপিএল বোধনের ঢাক বাজছে। ঘণ্টা, মিনিট, সেকেন্ডের কাউন্টডাউন শুরু, পড়ে মোটে তিনটে দিন। উদ্বোধনী ম্যাচও খুব দূরে কি? পরের দিন বুধবারই তো। ইডেনে পিচ-প্রস্তুতি চলছে পুরোদমে, রবিবারই শহরে চলে আসছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। দিল্লির ডেয়ারডেভিল-রা আবার কেউ কেউ ঢুকেও পড়েছেন ইতিমধ্যেই। মাহেলা জয়বর্ধনে, আন্দ্রে রাসেলদের নিয়ে ফ্লাইটেই যা হুড়োহুড়ি, ইডেনে পা রাখলে কী হবে বলা যাচ্ছে না।
সবচেয়ে বড় কথা দিল্লি ডেয়ারডেভিলস মানেই তিনিবীরেন্দ্র সহবাগ। টেস্ট টিমের চৌহদ্দিতে নেই, আইপিএলে হাতের সুখের সুযোগ কী আর ছেড়ে দেবেন? নাইটদের বিরুদ্ধে স্ট্যাটিসটিক্স যা-ই বলুক, হালফিল ফর্ম যতই করুণ দেখাক, দিল্লির পয়লা নম্বর ডেয়ারডেভিল যে তিনি, কে না জানে?
কেকেআরও জানে। কিন্তু বিশেষ কোনও পরিকল্পনাই নাকি নেই বীরুর জন্য! অন্তত নাইটদের ‘থিঙ্কট্যাঙ্ক’ থেকে তো তেমনই পূর্বাভাসই দেওয়া হচ্ছে। বরং নাইটদের মেজাজ, মনন যদি বুঝতে হয় একটা ছোট্ট তথ্য, গুটি কয়েক কথোপকথনই বুঝি যথেষ্ট।

কোচ বেলিসের সঙ্গে মেন্টর লি। শনিবার ইডেনে। ছবি: শঙ্কর নাগ দাস
শনিবার সকাল-সকাল হোটেল থেকে কোচ ট্রেভর বেলিস সহ তিন নাইট ক্রিকেটার সোজা ছুটলেন আরসিজিসি-র গল্ফ কোর্সে। যাঁদের মধ্যে রায়ান টেন দুশখাতে, ইয়ন মর্গ্যান ছাড়া ছিলেন টিমের এক নম্বর পেসার কাম বোলিং মেন্টর ব্রেট লি-ও। এবং টুইটার-মারফত নাইটদের পরবর্তী কথোপকথনের যা নমুনা পাওয়া গেল তা এ রকম:
রায়ান টেন দুশখাতে: আরসিজিসি-তে নিজের রেকর্ডটা সেলিব্রেট করছি। আঠারোটা হোলের খেলায় চোদ্দোটা বল হারিয়েছি!
ব্রেট লি: তোমাদের মধ্যে কে সেরা প্লেয়ার?
লি-র মহিলা ফ্যান: তোমাকে দেখে খুব ভাল লাগছে। বিশেষ করে সোনালি চুল দেখে।
উত্তরে ব্রেট লি: মানতেই হবে আইপিএল নিয়ে বেশ উত্তেজনা বোধ করছি।
টেনশনের ছিটেফোঁটাও পাওয়া যাচ্ছে? আর সেই আত্মবিশ্বাসের চূড়োয় থাকতে পেরেই বুঝি কেকেআরের সহকারী কোচ বিজয় দাহিয়াও সন্ধের ইডেনে বলে গেলেন, “দিল্লিকে হালকা ভাবে নিচ্ছি না। কোনও প্রশ্নই নেই। তবে বীরুকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি না। ও ছাড়াও দিল্লি টিমে আরও ভাল ভাল ব্যাটসম্যান আছে। আর ক্রিকেটটা এক-আধ জনের খেলা নয়। টিম গেম।”
বাংলাদেশের জিম্বাবোয়ে সফরের জন্য অধুনা ক্রিকেট বিশ্বের নামী অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইপিএলের শুরুতে পাবে না কেকেআর। পেলেও পেতে পেতে মে মাস। তবে জাক কালিস সহ বাকিরা চলে আসছেন সোমবারের মধ্যে। কেকেআরের নতুন শ্রীলঙ্কান ‘রিক্রুট’ সচিত্র সেনানায়কে-কে অবশ্য আসতে হচ্ছে ঘুরপথে। জয়ললিতার ফতোয়ায় চেন্নাই নামা যাবে না। তাই মুম্বই ঘুরে সোমবার কলকাতা ঢুকবেন তিনি। আর ক্যাপ্টেনকে নিয়ে বুলেটিন? রবিবারই আসছেন, এবং শিবির থেকে বলা হচ্ছে, যত দিন যাচ্ছে তত সুস্থ হচ্ছেন গম্ভীর। প্রথম ম্যাচে টসও করতে যাবেন বলেই মনে করা হচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.