মত সমীক্ষায়
বিনিয়োগে বাধা দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা
ভারতে বিনিয়োগের বান আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিত্য লেগে থাকা রাজনৈতিক অস্থিরতা। লগ্নিকারীদের ওই মাথাব্যথার দোসর দুর্নীতিগ্রস্ত প্রশাসন আর সাইবার-নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও। যে কারণে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় অর্থনীতি হওয়া সত্ত্বেও এখনও তেমন বিনিয়োগ এসে দাঁড়াচ্ছে না এ দেশের চৌকাঠে। টাকা ঢালার আগে বহু বার ভেবে দেখছে এ দেশের শিল্পও।
সম্প্রতি ভারতে লগ্নির ঝুঁকি নিয়ে কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট সংস্থা পিঙ্কারটনের সঙ্গে যৌথ ভাবে সমীক্ষা করেছে বণিকসভা ফিকি। সেখানে শিল্পমহলের ঝুঁকি বিশ্লেষণ করতে গিয়ে উপরের কারণগুলি ছাড়াও বনধ্, জঙ্গি হানার আশঙ্কা, প্রাকৃতিক বিপর্যয় এবং মহিলা সংক্রান্ত অপরাধ বাড়তে থাকার প্রসঙ্গও তুলে এনেছে তারা।
আর এক বণিকসভা সিআইআই অবশ্য মনে করছে, এতটা আশা হারাননি শিল্পপতিরা। বরং তাদের সমীক্ষা অনুযায়ী, এই অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে শিল্পমহলের আস্থা বেড়েছে। তবে তারাও মেনে নিচ্ছে, সেই আস্থা এমন জায়গায় পৌঁছয়নি যে, তার দৌলতে এক লাফে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে আর্থিক বৃদ্ধির হার।
সিআইআইয়ের সমীক্ষা অনুযায়ী, অধিকাংশ শিল্পপতিই মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতি এখন নিঃসন্দেহে বড় সমস্যা। সেই সঙ্গে ভোটবাক্সের রাজনীতির বাধ্যবাধকতায় রয়েছে আর্থিক সংস্কার থমকে যাওয়ার ঝুঁকি। আছে সুদের চড়া হার আর মূল্যবৃদ্ধির নাছোড় সমস্যাও। তবে আশার কথা হল, এখন অন্তত বিশ্ব বাজারের অস্থিরতা বা অনিশ্চয়তাকে লগ্নি বা ব্যবসা বাড়ানোর পথে ততটা প্রতিবন্ধক মনে করছেন না তাঁরা।
দিল্লির মসনদ যে এই মুহূর্তে রাজনৈতিক টানাপোড়েনে কতটা অস্থির, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের পর মনমোহন-সরকারের উপর থেকে সম্প্রতি সমর্থন তুলে নিয়েছে ডিএমকে। বেসুরো গাইছেন মুলায়ম সিংহও। এই পরিস্থিতিতে (বিশেষত যেখানে আগামী বছরেই লোকসভা নির্বাচন) কেন্দ্রীয় সরকার পুরো মেয়াদ শেষ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শিল্পের আশঙ্কা, রাজনীতির এই পাঁকে আটকে যেতে পারে সংস্কারের রথের চাকা। যা আরও শ্লথ করে দিতে পারে বৃদ্ধির গতিকে।
রাজনৈতিক ডামাডোলের পাশাপাশি দুর্নীতির সমস্যাও গুরুত্ব পেয়েছে দুই বণিকসভার বিশ্লেষণে। ফিকি-পিঙ্কারটনের সমীক্ষা জানাচ্ছে, খাস রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ীই আর্থিক প্রতারণার জন্য এ দেশের ব্যাঙ্কগুলির সব থেকে বেশি ক্ষতি হয়েছে গত বছরেই। ২০১১-’১২ আর্থিক বছরে ৫৫৬৯টি প্রতারণার ঘটনার কারণে তাদের লোকসান হয়েছে প্রায় ৮২ কোটি ডলার।
সিআইআই মনে করছে এমন বিভিন্ন ঝুঁকির কারণে এখনই বিনিয়োগের অঙ্ক বাড়াতে রাজি নন তাদের সমীক্ষার জন্য প্রশ্নের উত্তর দেওয়া ৬২.২% শিল্পপতি। তবে প্রশাসনিক খোলনলচে বদলে সরকার এই সব ঝুঁকি বা সমস্যা কমানোয় উদ্যোগী হলে ছবি বদলাবে বলে আশাবাদী দুই বণিকসভাই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.