এ বার তৃতীয় পক্ষ গাড়ি বিমার খরচ বাড়ছে ২০ শতাংশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী ১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে তৃতীয় পক্ষ গাড়ি বিমার খরচ। সম্প্রতি সংস্থাগুলিকে এই খরচ ২০% পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। মূলত মূল্যবৃদ্ধি এবং গত কয়েক বছরে বিমা বাবদ ক্ষতিপূরণের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বাড়বে চার চাকার যাত্রীবাহী গাড়ি, দ্বিচক্রযান এবং বাণিজ্যিক গাড়ির তৃতীয় পক্ষ বিমার খরচ। তবে অটো-রিক্শার মতো ৬ জনের কম যাত্রীবাহী তিন চাকার গাড়ির বিমা খরচ বাড়ানো হয়নি। সাধারণ ভাবে গড়ে ১৮.৯% খরচ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিমা নিয়ন্ত্রক। নতুন হিসাবে ১,০০০ সিসি-র কম ক্ষমতাসম্পন্ন চার চাকার গাড়ির ক্ষেত্রে বিমা খরচ বাড়বে বছরে ৯৪১ টাকা (২০%)। ৩৫০ সিসি-র বেশি ক্ষমতার দ্বিচক্রযানের ক্ষেত্রে তা বাড়ছে ১৮.৩০% বা ৮০৪ টাকা। চার চাকার অথচ ৬ জনের বেশি বেশি যাত্রী ধরে এমন ভাড়ার গাড়ির ক্ষেত্রেও এই অঙ্ক বাড়ছে ২০%।
|
বিক্রি বাড়াতে উদ্যোগ টয়োটার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাড়ি বিক্রি বাড়াতে এ বার সরাসরি বিভিন্ন ব্যবসায়ী সংস্থার সঙ্গে যোগাযোগ করার উপর আরও বেশি জোর দেওয়ার পরিকল্পনা করেছে টয়োটা। এই পরিকল্পনার অঙ্গ হিসাবে সম্প্রতি কলকাতায় ‘কর্পোরেট কানেক্ট’ শীর্ষক এক প্রকল্প চালু করল সংস্থার ডিস্ট্রিবিউটর টপসেল টয়োটা। টপসেল টয়োটার সিইও দীপক গুপ্ত বলেন, “এই প্রকল্পের মাধ্যমে যে সব সংস্থা গাড়ি কিনবে, দামের ক্ষেত্রে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। তা ছাড়া ছুটির দিনেও বিভিন্ন সংস্থার দফতরে বা অফিসারদের বাড়িতে গিয়ে ‘টেস্ট ড্রাইভ’-এর ব্যবস্থা করা হয়েছে।” এ দিকে নতুন রূপে দুটি মডেল, এটিওস ও লিভা বাজারে ছেড়েছে টয়োটা। নতুন মডেলগুলিতে কিছু অতিরিক্ত সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানান দীপকবাবু।
|
রাজ্যের হস্তশিল্পকে উৎসাহ দিতে শান্তিনিকেতনে একটি বাণিজ্যিক বৈঠক, প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বণিকসভা ফিকি এবং ডেভেলপমেন্ট কনসালট্যান্টস গ্রুপ-এর সুরেশ-অমিয় মেমোরিয়াল ট্রাস্ট-এর সংগঠন ‘নবান্ন’। এই ট্রাস্টেরই উদ্যোগে বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে গঠন করা হয়েছে ‘নবান্ন’। প্রদর্শনী চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
|
কলকাতার বাজার ধরতে উদ্যোগী হয়েছে ওড়িশা তাঁতশিল্পের সমবায় সমিতি বয়নিকা। সে জন্য সম্প্রতি কলকাতায় একটি ক্রেতা-বিক্রেতা বৈঠকের আয়োজন করেছিল তারা। পয়লা বৈশাখের আগে বয়নিকার তৈরি শাড়ি-সহ বিভিন্ন সামগ্রীর প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়েছিল।
|
নরেন্দ্রপুরে নয়া বিপণি খুলল খাদিম। সেখানকার উড স্কোয়্যার মল-এ এই বিপণিটি খোলা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এই নিয়ে সংস্থার নিজস্ব বিপণির সংখ্যা দাঁড়াল ১০৯-এ। বর্তমানে দেশ জুড়ে খাদিমের প্রায় ৬০০টি দোকান রয়েছে।
|
সুধীর দেওরস বণিকসভা সিআইআই-এর পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বীরেশ ওবেরয় ডেপুটি চেয়ারম্যান হয়েছেন। |