কালনা মহকুমা হাসপাতালে ভাঙচুর |
রোগী মৃত্যুকে ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল কালনা মহকুমা হাসপাতাল। রোগীদের ঠিকমত চিকিত্সা হয় না বলে বহুদিন থেকেই অভিযোগ জানাচ্ছিলেন তাদের পরিবার। শুক্রবার হাসপাতালে ভর্তি হন অভিজিত্ মণ্ডল নামে এক ব্যক্তি। আজ সকালে তাঁর মৃত্যু হলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর পরিবারের লোকজন। চিকিত্সায় গাফিলতির কথা বারবার জানিয়েছিলেন অভিজিতবাবু বলেই দাবি তাঁর আত্মীয়দের। হাসপাতালে সুপারের ঘরে ব্যাপক ভাঙচুর চালান তাঁর পরিবারের লোকজনেরা। মারধর করা হয় হাসপাতালের প্রাক্তন ডাক্তারদের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালেই প্রাথমিক চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে দু’জন ডাক্তারকে। এই ঘটনার প্রায় আধঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
চৈত্রের গরমে সাময়িক স্বস্তি। আজ সকাল থেকেই হাল্কা বৃষ্টিতে ভিজল শহরবাসী। উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
|
বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ২ |
আজ বাসন্তী হাইওয়ের নয়ানজুলিতে একটি গাড়ি পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গাড়িটি কলকাতা থেকে বানতলার যাওয়ার সময় বাসন্তী হাইওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই জলে ডুবে মৃত্যু হয় গাড়ির সামনে বসে থাকা দু’জনের। মৃত ব্যক্তিদের নাম অচিন্ত্য কুমার ধর ও আশিষ দত্ত। গুরুতর জখম অবস্থায় অন্যজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এঁরা তিনজনেই বৈদ্যবাটীর মণ্ডলপাড়ার বাসিন্দা। গাড়িটিকে খাল থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। |