অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে শুল্ক দফতরের এক কর্মী এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রেল স্টেশন এলাকায়।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশু সমেত মোট ৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা (ডিইবি)। পুলিশ জানিয়েছে, আটক সুব্রত মন্ডল বালুরঘাট শুল্ক দফতরের কনস্টেবল। অন্যজন জীবন দাস শুল্ক দফতরের ভাড়া গাড়ির চালক। অভিযুক্ত কনস্টেবল সুব্রতবাবু এবং চালক জীবনবাবু টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিকভাবে ওই দুজনের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাঁদের আটক করে তদন্ত শুরু হয়েছে।”
পাশাপাশি, পুলিশ হিলি সীমান্ত দিয়ে চোরাপথে ৯ জনের ওই দলটিকে এপারে পার করানোর কাজে যুক্ত এক দালালের নাম পেয়ে তদন্ত শুরু করেছে। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, ধৃত ৯ জন বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা। হিলি দিয়ে চোরাপথে এপারে ঢুকে দলটি বাসে বালুরঘাট হয়ে রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় অভিযুক্ত শুল্ক দফতরের ওই কর্মী এবং চালক দলটিকে রাস্তায় আটকে টাকা কেড়ে নেন বলে অভিযোগ। ধস্তাধস্তির সময় স্টেশনে নজরদারিতে থাকা পুলিশের গোয়েন্দা কর্মীরা ঘটনাটি দেখে হাতেনাতে ওই দুই কর্মীকে ধরে ফেলেন। সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। |