প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত সমস্যা মেটাতে কন্ট্রোল রুম চালু করেছে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ। প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, অনেক পরীক্ষার্থী ওয়েবসাইটে পরীক্ষাকেন্দ্রের নাম জানতে পারছেন না। অনেকে আবার পরীক্ষাকেন্দ্রে কি ভাবে পৌঁছবেন, বুঝতে পারছেন না। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট থানার নাম ভুল থাকায় সমস্যা বেড়েছে। অ্যাডমিট ছিঁড়ে যাওয়া থেকে পরীক্ষার অন্য খুঁটিনাটি নিয়েও চিন্তায় পড়ছেন প্রার্থীরা।
এই সমস্ত সমস্যা মেটাতে তিন জন সহকারি বিদ্যালয় পরিদর্শকের নেতৃত্বে ১২ জন কর্মী নিয়ে কোচবিহারে কন্ট্রোল রুম চালু হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। শুক্রবার ও শনিবার ওই কন্ট্রোল রুমের পরিষেবার সময়সীমা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। সংসদের চেয়ারপার্সন কল্যানী পোদ্দার বলেন, “পরীক্ষার্থীদের সাহায্যের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” কোচবিহারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কন্ট্রোল রুমের নম্বর-(০৩৫৮২) ২২২৪৪২।
অন্য দিকে, বিভ্রান্তি কাটাতে এ দিনই পরীক্ষাকেন্দ্র এলাকার সংশোধিত থানার নাম ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সংসদের চেয়ারম্যান শেখর রায় বলেন, “রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের নাম ঘোষণা করেছে। তাতে দেখা গিয়েছে জেলার ১২টি পরীক্ষাকেন্দ্র এলাকার থানার নাম ভুল রয়েছে। এতে বিভ্রান্তি ছড়ায়।”
আগামী ৩১ মার্চ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকার হাইস্কুল ও জুনিয়ার হাইস্কুল মিলিয়ে ১৩৪টি পরীক্ষাকেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১৭০০ পদের জন্য ৫২ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসবেন। কোচবিহার জেলার ১৮৪টি স্কুলে পরীক্ষা গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ১২৪৫ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিচ্ছেন অন্তত ৬৮ হাজার কর্মপ্রার্থী।
প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে জানানো হয়েছে, পালসা রাসবিহারী হাইস্কুল পরীক্ষাকেন্দ্রের থানা করণদিঘি, সোলপাড়া হাইস্কুলের গোয়ালপোখর থানা, পাটাগোড়া হাইস্কুলের থানা ইসলামপুর।
এ ছাড়া, বামনগ্রাম হাসিমুদ্দিন হাইস্কুল পরীক্ষাকেন্দ্রের থানা রায়গঞ্জ, দাসপাড়া হাইস্কুলের থানা চোপড়া, জিনগা টিএন হাইস্কুল পরীক্ষাকেন্দ্র এলাকার থানা কালিয়াগঞ্জ। কালিগঞ্জ হাইস্কুল পরীক্ষাকেন্দ্র এলাকার থানা চোপড়া, কামারতোড় হাইস্কুলের থানা করণদিঘি, রাজগ্রাম হাইস্কুল পরীক্ষাকেন্দ্র এলাকার থানা ইটাহার। রহটপুর হাইমাদ্রাসা পরীক্ষাকেন্দ্র এলাকার থানা করণদিঘি, বাঘন কালিতলা বিদ্যাপীঠের থানা কালিয়াগঞ্জ এবং বনগ্রাম এসবি হাইস্কুল পরীক্ষাকেন্দ্রের থানা এলাকা ইটাহার। |