টুকরো খবর
বধূর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ
এক বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। বুধবার বড়জোড়ার শালিডাঙা গ্রামে নিজের শ্বশুরবাড়িতে মল্লিকা ভুঁই (২১) নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার শাশুড়ি নীলমণি ভুঁইকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী সন্তোষ কলকাতা পুলিশের কর্মী। মল্লিকার বাবা, সোনামুখীর রাধামোহনপুরের বাসিন্দা অসীম পাল পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গত বছর মাঘ মাসে দেনাপাওনা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। তাঁর অভিযোগ, “গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে জামাই কলকাতা থেকে এসে বুধবার ভোরেই ফিরে যায়। আমাদের ধারণা, পরিকল্পনা করেই এই কাজ করা হয়ে।” মৃতার শাশুড়ির অবশ্য দাবি, “বাড়িতে কেউ ছিল না। আমি পুকুরে স্নান সেরে এসে দেখি বৌমা গলায় দড়ি দিয়েছে।” অন্য দিকে, এক বধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ও নন্দাইকে গ্রেফতার করল পুলিশ। দোলের দিন দুপুরে বিষ্ণুপুর শহরের কাদাকুলি এলাকার ঘটনা। সোনালি পরামানিক (১৮) নামের ওই বধূ বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সন্ত্রাসের অভিযোগ
পঞ্চায়েত ভোটে তৃণমূলের ‘সন্ত্রাস’ রুখতে জেলা ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার দাবিতে মঙ্গলবার বাঁকুড়ার জেলাশাসককে স্মারকলিপি দিল কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ঘোষ, জেলা কংগ্রেসের সভাপতি ব্রজবাসী বিশ্বাস, জেলা কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়। অজয়বাবুর অভিযোগ, “প্রার্থী দিলে প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল।” জেলা তৃণমূলের কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তীর দাবি, “আমাদের দলের কেউ অন্য দলের প্রার্থীদের প্রাণে মারার হুমকি দেয়নি।” জেলাশাসক বিজয় ভারতীর আশ্বাস, “সন্ত্রাসের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থায়ীকরণের দাবি
স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি-সহ আট দফা দাবিতে সরব হলেন পুরুলিয়া জেলার ২০টি ব্লকের সেকেন্ড এএনএম পদ মর্যাদার স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি হরিপদ সাহিত্য মন্দিরে কনভেনশন করে তাঁরা দাবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনার জন্য মন্ত্রী শান্তিরাম মাহাতোর কাছে দাবিপত্র জমা দেন। সংগঠনের মুখপাত্র কল্পনা পালের দাবি, “সমান কাজ করেও আমাদের ফার্স্ট এএনএম পদ মর্যাদার কর্মীদের থেকে আলাদা ভাবে দেখা হয়। আমরা যোগ্য মর্যাদা চাই।”

নড়রায় অনুষ্ঠান
ভোরাই পত্রিকার সপ্তদশ বার্ষিক সম্মেলন হয়ে গেল সম্প্রতি। সংস্থার সম্পাদক সুবল দও জানান, নড়রা পঞ্চায়েতের সভাঘরের ওই অনুষ্ঠানে সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। ছিল আলোচনাচক্রও।

জিতল তৃণমূল
রঘুনাথপুর ২ ব্লকের মৌতোড় গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার ওই নির্বাচনে আটটি আসনের মধ্যে সাতটিতেই তারা জেতে।

পুরুলিয়ায় জল দিতে জাপানি ঋণ নিচ্ছে কেন্দ্র
পুরুলিয়ায় পানীয় জল সরবরাহ প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা-র কাছ থেকে ঋণ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার জাইকার এক মুখপাত্র জানান, টোকিওয় কেন্দ্রের প্রতিনিধির সঙ্গে প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকার একটি ঋণ-চুক্তি হয়েছে। ওই ঋণের মধ্যে ৮১০ কোটি টাকা পুরুলিয়ার জল প্রকল্পে খরচ করার পরিকল্পনা রয়েছে। বাকি টাকায় দিল্লি-মুম্বই পণ্য করিডর ও চেন্নাই মেট্রোর কাজ করা হবে। পুরুলিয়ায় পানীয় জলের সঙ্কট রয়েছে। রয়েছে ভূগর্ভস্থ জলে ফ্লুওরাইড দূষণও। জাইকার মুখপাত্রের দাবি, এই প্রকল্প চালু হলে ওই জেলার মানুষ আরও বেশি পরিস্রুত পানীয় জল পাবেন। প্রকল্প রূপায়ণের দায়িত্ব থাকবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে।

আদ্রায় চুরি
দোকানের ছাদ ভেঙে একটি স্টুডিও থেকে ছবি তোলার কিছু মেশিনপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠল আদ্রার রেলওয়ে বয়েজ হাইস্কুলের কাছে একটি স্টুডিওতে। বুধবার সকালে ঘটনার কথা জানা যায়। পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে ধরতে পারেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.