|
|
|
|
পরপর গাড়িতে ধাক্কা মেরে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সামনে ছিল একটি যাত্রীবাহী বাস। দ্রুত গতিতে থাকা গাড়ি সেই বাসে ধাক্কা মারে। তার পর সামাল দিতে না পেরে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা। টাল রাখতে না পেরে এর পরেই সেই গাড়ি রাস্তার উল্টো দিকে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে।
বুধবার, দোলের দুপুরে এই দুর্ঘটনা ঘটে রঘুনাথপুর শহরের কাছে, পুরুলিয়া-বরাকর রাস্তায়। পুলিশ জানায়, দু’টি গাড়িতে ধাক্কা মারার অভিযোগে পিছু ধাওয়া করে বার্নপুরের বাসিন্দা কুশবত সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রঘুনাথপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ওই ঘটনায় শেষ গাড়ির সওয়ারি তিন জন জখম হন।
মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় পুরুলিয়া জেলায় চার জনের মৃত্যু হয়। জখম হন আট জন। বৃহস্পতিবার দুপুরে হুড়া থানার লধুড়কার কাছে একটি মোটরবাইক উল্টে যায়। জখম তিন আরোহীকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ঝান্ডা কর্মকার (৩৮) নামের ঝাড়খণ্ডের নগেন মোড় এলাকার এক বাসিন্দার মৃত্যু হয়। জখম দু’জনের চিকিৎসা চলছে। এ দিন সকালে পুরুলিয়া মফস্সল থানায় কংসাবতী নদীর সেতুর কাছে এক সাইকেল আরোহীর দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃতের নাম আইন মাহাতো (২৯)। স্থানীয় টামনা গ্রামে তাঁর বাড়ি। পুলিশ জানিয়েছে, সাইকেলে চেপে পুরুলিয়ার দুলমিতে যাওয়ার সময় তাঁকে একটি মোটরবাইক ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্য দিকে, দোলের দিন বুধবার দুপুরে মফস্সল থানার বেলডি রাস্তার অদূরে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টর চালক-সহ চার জন জখম হন। রঘুনাথপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। রাতে সেখানেই মারা যান মানিক গোপ (২৯) নামের এক শ্রমিকের। তাঁর বাড়ি বেলডি গ্রামে। মঙ্গলবার রাতে বাঁকুড়া-রঘুনাথপুর রাস্তায় হাঁসডিমা মোড়ের কাছে একটি মোটরবাইকের সঙ্গে লরির সংঘর্ষ হয়। মৃত্যু হয় মোটরবাইকের চালক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী দীপক মণ্ডলের (২৯)। তিনি রঘুনাথপুর শহরের মুনসেফডাঙার বাসিন্দা। রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |
|
|
|
|
|