বিজেপি নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক বিজেপি নেতার দেহ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ভবানীপুর ১ নম্বর অঞ্চলের শুলকুনি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শঙ্কর মাইতি (৪৪)। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্করবাবু একটি ভুঁইফোড় আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকেই তাঁর মাধ্যমে সংস্থায় টাকা রেখেছিলেন। কিন্তু ওই টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ বাড়ছিল গ্রাহকদের মধ্যে। পুলিশের অনুমান, তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।
|
বসিরহাটে খুন
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
বিবাহ বর্হিভূত সর্ম্পক নিয়ে বচসার জেরে খুন হলেন এক প্রৌঢ়। পরে অসুস্থ হয়ে মারা যান তিনি। খুনের অভিযোগ দায়ের হয়েছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধব মণ্ডল (৬২)। বাড়ি হাসনাবাদের ভবানীপুর ২ নম্বর অঞ্চলের কদুয়া গ্রামে। পুলিশ জানায়, মাধববাবু স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। অভিযুক্ত অমিয় দাস ও তাপস দাস নামে দুই ভাই।
|
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু |
দু’টি মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বাগদার থানার কুরুলিয়ায়। পুলিশ জানায়, মৃতের নাম বিকাশ দাস (২৪)। বাড়ি স্থানীয় বেহাদা গ্রামে। বনগাঁ-বাগদা সড়কে ওই দুর্ঘটনায় গুরুতর জখম অপর মোটরবাইক আরোহী অভিজিৎ মণ্ডল নামে বাঁশঘাটার এক যুবককে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মোটরবাইক দু’টি আটক করা হয়েছে।
|
শ্লীলতাহানির চেষ্টা মন্দিরবাজারে |
বধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার মন্দিরবাজারের উল্লোন গ্রাম থেকে শাজাহান শেখ নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের বাড়ি বর্ধমানের কেতুগ্রামে।
|
বিবাহ বর্হিভূত সর্ম্পক নিয়ে বচসার জেরে প্রহৃত হন এক প্রৌঢ়। পরে অসুস্থ হয়ে মারা যান তিনি। খুনের অভিযোগ দায়ের হয়েছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধব মণ্ডল (৬২)।
|
১০০ গ্রাম হেরোইন-সহ ৩ যুবককে বনগাঁয় গ্রেফতার করে পুলিশ। |