দোলের দুপুরে কটূক্তি বধূকে, প্রহৃত প্রতিবাদী স্বামী ও শ্বশুর |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় এক জাতীয় শ্যুটারকে মাটিতে ফেলে পেটাল কিছু যুবক। মারধর করা হয় ওই বধূকেও। যুবকের বাবা ও মামাকেও মারধর করে হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বুধবার দোলের দুপুরে ওই ঘটনা ঘটে উত্তরপাড়ার ভদ্রকালী শিবতলায়। থানায় লিখিত অভিযোগ করেন বিবস্বান গঙ্গোপাধ্যায় নামে ওই শ্যুটারের স্ত্রী। রাতে কলকাতা থেকে তিন জন গ্রেফতার হয়েছে বলে জানায় পুলিশ। |
হাসপাতালে জাতীয় শ্যুটার বিবস্বান।—নিজস্ব চিত্র। |
বিবস্বানবাবুর বাড়ি উত্তরপাড়ার শান্তিনগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন ভদ্রকালী বিধানপার্কে এক আত্মীয়ের ফ্ল্যাটে নিমন্ত্রণ ছিল তাঁদের। স্ত্রীকে মোটরবাইকে চাপিয়ে সেখানেই যাচ্ছিলেন বিবস্বান। অভিযোগ, দুপুর দেড়টা নাগাদ ওই আবাসনের অদূরে শিবতলায় একটি ক্লাবের সামনে দুই যুবক বাইক আটকায়। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ওই ক্রীড়াবিদের স্ত্রীকে কুৎসিত অঙ্গভঙ্গি করে ওই যুবকেরা। গালিগালাজ করতে থাকে। বিবস্বান প্রতিবাদ জানান। বাইক নিয়ে বেরিয়ে যান আত্মীয়ের বাড়ির দিকে।
ওই যুবক জানান, আবাসনের ভিতরে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হয় ওই দুই যুবকও। সঙ্গে আরও জনা পাঁচেক সাঙ্গোপাঙ্গ। বিবস্বানের উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করে তারা। বিবস্বানের বাবা কৌশিকবাবু পেশায় স্কুলশিক্ষক। ঘটনা দেখে শ্যালক পুষ্পেন্দু গুপ্তকে নিয়ে তিনি বিবস্বানকে বাঁচাতে এগিয়ে যান। তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। কৌশিকবাবুর মাথা ফাটে। পিঠে কালসিটে পড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন ওই প্রৌঢ়। বিবস্বান বলেন, “আমার বয়স্ক বাবাকে, মামাকে এমনকী স্ত্রীকেও মারধর করে ওরা। স্ত্রীকে মাটিতে ফেলে পেটে লাথি মারে।” স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসায় হামলাকারীরা পালায়। পুলিশ এসে চার জনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশের বক্তব্য, অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে। সকলেই পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
|