তৃণমূলের কার্যালয়ে সিপিএমের পতাকা
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
তৃণমূলের কার্যালয়ে উড়ছে সিপিএমের দলীয় পতাকা। বৃহস্পতিবার দুপুরে গোঘাটের কেলেপাড়ায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় দায়ী করে কয়েক জন সিপিএম কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তৃণমূলের কার্যালয়টি থেকে ওই পতাকাগুলি খুলে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে চার সিপিএম কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। গোঘাটের তৃণমূল নেতা তপন মণ্ডল বলেন, “আমাদের ছেলেরা যখন মাঠে কাজে ব্যস্ত, তখনই সিপিএমের দুষ্কৃতীরা পতাকাগুলি লাগিয়েছিল। তা জানতে পেরে দলের ছেলেরা পতাকাগুলি খুলতে যায়। কাউকে মারধর করেনি। তবে, বচসা হতে পারে।” সিপিএম নেতা তথা গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার মণ্ডল বলেন, “দলগত ভাবে কেউ ওই কাজ করেনি। কিছু ছেলে নেশাগ্রস্ত অবস্থায় করেছে। তারা আমাদের সমর্থক হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
|
ম্যাটাডোর উল্টে ৩ শবযাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
ম্যাটাডোর উল্টে মৃত্যু হল ৩ জন শবযাত্রীর। আহত হন বেশ কয়েক জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে সিঙ্গুর থানার দিয়ারার কাছে দেশাপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম অশোক দাস (৩৫), মোহন্ত বাগ (৩২) এবং শৈলেন ভাণ্ডারী (৫০)। প্রথম দু’জন সিঙ্গুরের বাসুবাটি গ্রামের বাসিন্দা। শৈলেনবাবুর বাড়ি হরিপালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার বিকেলে ফটিক দাস নামে বাসুবাটি গ্রামের এক ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য ম্যাটাডোরে চাপিয়ে শেওড়াফুলিতে নিয়ে যাওয়া হচ্ছিল তারকেশ্বর-বৈদ্যবাটি রুটে ধরে। ম্যাটাডোরটিতে অন্তত ৪০ জন ছিলেন। দেশাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় গাড়িটি। ৩০ জন অল্পবিস্তর আহত হন। তাঁদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শৈলেনবাবুর মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৪ জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে মোহন্তের মৃত্যু হয়। ওই হাসপাতালে ভর্তির পরে মারা যান অশোক।
|
শ্রীরামপুরে অগ্নিদগ্ধ যুবক
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
রাস্তার ধারে অপ্রয়োজনীয় পাট পুড়িয়ে ফেলছিলেন জুটমিল কর্তৃপক্ষ। সেই ছাইতে পা দিয়ে পা পুড়ে গেল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে গঙ্গার ধারে ইন্ডিয়া জুটমিলের লাগোয়া রাস্তায়। জখম প্রিন্স সিংহকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়ি ওই এলাকাতেই। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ছেলেটির বাড়ির লোক। এ দিন দুপুর আড়াইটে নাগাদ গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরছিল প্রিন্স। রাস্তার ধারে ছাই মনে করে পা ফেলতেই আগুনে তার দু’টি পা-ই পুড়ে যায়।
|
পিস্তল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
১০০ দিনের কাজে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল ছ’ঘড়া পিস্তল। বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তারকেশ্বরের বালিগোড়ী ২ পঞ্চায়েতের মাধবপুর গ্রামে। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
|
সভাস্থল পরিদর্শন ‘বিদ্রোহী’ বিধায়কের |
দলের শ্রমিক সংগঠনের সভায় যোগ দিতে আগামী ৬ এপ্রিল সিঙ্গুরের রতনপুরে আসছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করলেন সিঙ্গুরের ‘বিদ্রোহী’ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টচার্য-সহ জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশকর্তারা। কয়েক মাস আগে দলের নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ‘রাজনৈতিক সন্ন্যাস’ নেওয়ার ইঙ্গিত দেন রবীন্দ্রনাথবাবু। আপাতত সেই অবস্থান সরে এলেন বলে মনে করছে দলেরই একাংশ। |