দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াত করতে সমস্যায় পড়ছেন তাঁরা। শেষমেশ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ কুলপির পোলেরহাট মোড় থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত এলাকায় অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ চলে ১৩ ঘণ্টা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। সন্ধ্যায় বিডিও সেবানন্দ পণ্ডা গিয়ে পঞ্চায়েত সমিতির তহবিল থেকে টাকা দিয়ে রাস্তায় অবিলম্বে ইট ফেলে গর্ত বোজানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। সংস্কারের আশ্বাস দেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্যও। তিনি বলেন, “আমি পূর্ত দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ওই রাস্তা সংস্কারের বিষয়টি দেখব।” |
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, কুলপির পোলেরহাট থেকে ঢোলাহাট পর্যন্ত ছ’কিলোমিটার রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল। পুরো রাস্তা ভরে গিয়েছে খানাখন্দে। বেহাল রাস্তায় হামেশাই দুর্ঘটনা ঘটছে। জগদীশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে যেতেও দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের নানা মহলে আবেদন করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এরই প্রতিবাদে অবরোধ। অবরোধ করা হয় তিন জায়গায়চুনফুলি মোড়, জগদীশপুর হাসপাতাল মোড় এবং ঢোলাহাট মোড়ে। প্রথম দফায় অবরোধ তুলতে যান কুলপির বিডিও এবং ডায়মন্ড হারবার মহকুমা পূর্ত দফতরের সহকারী প্রদীপ পাল। তাঁরা রাস্তা মেরামতির আশ্বাসও দেন। কিন্তু বিক্ষোভ বন্ধ হয়নি। বিক্ষোভকারীরা পূর্ত দফতরের মুখ্য বাস্তুকারকে ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতির ঘোষণার দাবি তোলেন। |
সমস্যার কথা মেনে নিয়ে মহকুমা পূর্ত দফতরের সহকারী বাস্তুকার প্রদীপ পাল বলেন, “রাস্তা সংস্কারের জন্য তিন কোটি ৩৭ লক্ষ টাকা অনুমোদন হয়েছিল। ঠিকাদারও নিয়োগ হয়। কিন্তু ঠিকাদার কেন কাজ করেনি তা এখনই বলা সম্ভব নয়। যে ভাবেই হোক, দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হবে।”
|