টুকরো খবর
শুল্ক কর্তা গ্রেফতার
দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শুল্ক দফতরের এক সুপারিনটেন্ডেন্টকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার হলদিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দীপেন্দু চৌধুরী। তিনি কেন্দ্রীয় শুল্ক দফতরের দুর্নীতি দমন শাখার হলদিয়া কমিশনারেটের দায়িত্বে ছিলেন। তাঁর কাছ থেকে এক লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে সিবিআই। এ ছাড়া বাড়ি থেকে তল্লাশির সময়ে নগদ ৭ লক্ষ ৯৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। তাঁর প্রায় ৭৫ লক্ষ টাকার এনএসসি ও কেভিপি সার্টিফিকেট, ব্যাঙ্কে জমা রাখা ৩০ লক্ষ টাকা এবং ৮০ লক্ষ টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। বিভিন্ন ব্যাঙ্কে ওই অফিসারের ১৪টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। তা ধরে তদন্ত চালাচ্ছেন সিবিআই অফিসারেরা। আন্দামানের পোর্ট ব্লেয়ারের একটি রিসর্টের সার্ভিস ট্যাক্স বকেয়া ছিল। বদলে কেন্দ্রীয় শুল্ক দফতরের জরিমানা নেওয়ার কথা। কিন্তু দীপেন্দুবাবু সেই জরিমানা না নিয়ে ওই রিসর্টের ম্যানেজারের কাছে সাড়ে তিন লক্ষ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। রিসর্টের ম্যানেজার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেন। তার পরেই সিবিআই অফিসারেরা তদন্তে নামেন। টাকা নিতে গিয়ে ধরা পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়। কলকাতার বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

১০০ দিনের কাজ দেখতে গিয়ে প্রহৃত
একশো দিনের প্রকল্পে মাটি কাটার পরিমাপ করতে গিয়ে শ্রমিকদের হাতে মার খেলেন পঞ্চায়েত কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে দাঁতন ১ ব্লকের শালিকোঠা গ্রাম পঞ্চায়েত এলাকার মেনকাপুর গ্রামে। পঞ্চায়েত কর্মীরা ব্লক প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেছেন। বিডিও জ্যোতি ঘোষ বলেন, “আপাতত ওই প্রকল্প বন্ধ রাখা হয়েছে।” দাঁতনের আইসি মিহিরলাল নষ্কর বলেন, “তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি চলছে।” নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলই প্রকাশ্যে শ্রমিকদের এই আচরণের প্রতিবাদ করেনি। পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাঁতন ১ ব্লক এলাকায় একশো দিনের কাজের প্রকল্পে ব্যক্তিগত পুকুর সংস্কার ও রাস্তা সংস্কারের কাজ এখন ব্যাপক ভাবে চলছে। তেমনই এক কাজে মেনকাপুর গ্রামের এক পুকুর সংস্কার দেখতে যান পঞ্চায়েতের অতিরিক্ত সহায়ক বিজয়কৃষ্ণ দাস ও গ্রাম রোজগার সহায়ক স্বপন জানা। তাঁদের অভিযোগ, কিছু শ্রমিক ৫৮ ঘনফুট মাটির কাটার বদলে ২০ ঘনফুট করে মাটি কাটছিলেন। তার প্রতিবাদ করলে মারধর করা হয়। শ্রমিকদের অবশ্য দাবি, পরিদর্শনের কাজে পক্ষপাতিত্ব করা হচ্ছে। অন্য ব্লক ও এমনকী ওই পঞ্চায়েতেরই অন্য বুথে একই রকম কাজ হওয়া সত্ত্বেও সেখানে কোনও আপত্তি ওঠেনি। বিডিও জ্যোতি ঘোষ বলেন, “শালিকোঠা পঞ্চায়েত এলাকায় প্রায় ২৫টি প্রকল্পে কাজ চলছে। সীমিত কর্মীর জন্য সবর্ত্র যথাযথ নজরদারি হচ্ছে না।”

দুর্ঘটনায় মৃত ৩
দু’টি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। এঁদের মধ্যে দু’জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম অর্ণব কর (১৮), অভিষেক রায় (১৯) এবং সৌভিক দেব (২৩)। অর্ণবের বাড়ি দাসপুরের রাজনগরে। অভিষেক ওই থানারই বলিহারপুরের বাসিন্দা। সৌভিকের বাড়ি দাসপুর শহরে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দাসপুর থানার বেলেঘাটায়। আহত হন তিন জন। এঁদের মধ্যে দু’জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অন্য জন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মোটর বাইকে করে সৌভিক তিন বন্ধুর সঙ্গে ঘাটাল থেকে দাসপুরের দিকে ফিরছিলেন। অর্ণবরাও তিন জন মিলে বাইকে ঘাটালের দিকে যাচ্ছিলেন। বেলেঘাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দিন বিকালেই চন্দ্রকোনার কালিকাপুরে পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়েরও মৃত্যু হয়। মৃত সাধন দাসের (৫৫) বাড়ি কালিকাপুরেই। সাধনবাবু কালিকাপুরের মোড়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

অধিকার-দুর্নীতি, বৈঠক তৃণমূলের
প্রতিশ্রুতি মতোই ‘অধিকার’ প্রকল্পের দুর্নীতি নিয়ে দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ সামাল দিতে বৃহস্পতিবার লালগড়ের কাঁটাপাহাড়িতে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী সুকুমার হাঁসদা, দলের লালগড় ব্লক সভাপতি বনবিহারী রায় ও ৮টি অঞ্চলের নেতারা। পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত করতে দলীয় কর্মীদের পরামর্শ দেন শ্রীকান্ত। জানান, এ নিয়ে শোরগোল হলে সিপিএম-সহ বিরোধীদের হাত শক্ত করা হবে। শ্রীকান্ত সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তবে তৃণমূলের ধরমপুর অঞ্চল সভাপতি দিলীপ মাহাতো বলেন, “সিপিএমের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস মানুষ ভুলে যাননি। আমাদের দলের গরিব কিছু কর্মী উন্নয়নের সুযোগ সুবিধা পেয়েছেন বলে প্রতিক্রিয়াশীলরা অপপ্রচার করছে।” আজ, শুক্রবার মেদিনীপুরে জেলা যুব তৃণমূলের বৈঠক হবে। সেখানে সমস্ত ব্লক সভাপতিকে ডাকা হলেও আমন্ত্রণ পাননি সংগঠনের লালগড় ব্লক সভাপতি তন্ময় রায়। ‘অধিকার’ প্রকল্পে দুর্নীতির প্রতিবাদেই ইস্তফা দিয়েছেন তন্ময়।

ঝাড়খণ্ডী দুই নেতা তৃণমূলে
তৃণমূলে যোগ দিলেন দুই ঝাড়খণ্ডী নেতা। লালগড় (বিনপুর-১) পঞ্চায়েত সমিতির সভাপতি তারাচাঁদ হেমব্রম এবং পূর্ত কর্মাধ্যক্ষ নরসিংহ রথ বৃহস্পতিবার বিকেলে আঁধারিয়ায় একটি হাইস্কুলে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। দুই নেতারই দাবি, তাঁদের সঙ্গে শতাধিক কর্মী-সমর্থকও দলবদল করেছেন। ঝাড়খণ্ডীদের দখলে থাকা আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের তিন জন সদস্যও এ দিন তৃণমূলে যোগ দেন। ২০০৩-২০০৮ সাল লালগড় পঞ্চায়েত সমিতি সিপিএমের দখলে ছিল। ২০০৮ সালে পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে ১৩টি দখল করে ঝাড়খণ্ডী-জোট। বাকি ১১টি আসনে জয়ী হয় সিপিএম। বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত সমিতির ঝাড়খণ্ডী সহ-সভাপতি কার্তিক বাগ ও এক ঝাড়খণ্ডী সদস্য অমিতা মাণ্ডি তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত ১৮ মার্চ ঝাড়খণ্ডী কৃষি কর্মাধ্যক্ষ শেখ মনখুশ ও আর এক ঝাড়খণ্ডী সদস্য গোপাল মাহালি তৃণমূলে যোগ দেন। এই নিয়ে ঝাড়খণ্ডী-জোটের ১৩ জন সদস্যের মধ্যে ৬ জন তৃণমূলে যোগ দিলেন।

বিদ্যুৎ দফতরে বিক্ষোভ, তালা
বিদ্যুৎ চুরির অভিযোগে চাষের জমিতে থাকা অগভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বিদ্যুৎ দফতর। তার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাকুলদা গ্রামের বেশ কিছু কৃষক। কিছুক্ষণের জন্য দফতরে তালাও ঝোলান তাঁরা। দফতরের কর্মীদের সঙ্গে অশালীন আচরণও করেন বলে অভিযোগ। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পাঁশকুড়া শাখার সম্পাদক অশোক ঘোষের বিরুদ্ধে পরে এফআইআর করে বিদ্যুৎ দফতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার বাকুলদা গ্রামের বাসিন্দা গোকুল মালাকারের জমিতে থাকা শ্যালোপাম্পের জল দিয়ে সংলগ্ন প্রায় ৫০ বিঘা জমিতে বোরো ধান-সহ বিভিন্ন চাষ হয়। বিদ্যুৎ চুরির অভিযোগে গত মঙ্গলবার বিদ্যুৎ দফতরের লোকেরা ওই পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ হয়।

শ্লীলতাহানি, ধৃত
স্কুলের সামনে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার মহানগর গ্রামের বাসিন্দা ধৃত লালমোহন বরকে বৃহস্পতিবার কাঁথি আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার টিফিনের সময় ওই স্কুলের ছাত্রীটি বান্ধবীদের সঙ্গে স্কুল গেটের বাইরে এসেছিল। সেই সময় ভিড়ের মধ্যে লালমোহন তার শ্লীলতাহানি করে। বুধবার থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এর আগেও লালমোহন এলাকায় মারামারির অভিযোগে গ্রেফতার হয়েছিল।

ঘুষ নিতে গিয়ে ধৃত
চোলাই মদের কারবারির কাছে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন চণ্ডীপুর থানার এক কনস্টেবল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বৃন্দাবনপুর বাজারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে অমিতাভ মণ্ডল নামে ওই কনস্টেবলকে ধরে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, ওই কনস্টেবল তোলাও তুলতেন, আবার মামলাও করতেন। সেই রাগেই ধরিয়ে দেওয়া হয়েছে।

পুকুরে পড়ে মৃত শিশু
জলে ডুবে মৃত্যু হল ইষান মাঝি (২) নামে এক শিশুর। বাড়ি দাসপুর থানার কলাগেছিয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার খেলতে খেলতে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায় ওই শিশু। পরে খোঁজ করতে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর থানার চাকনান গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন মাইতি (৬২)। তিনি চাষের কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে পারিবারিক বিষয়ে স্ত্রীর ঝগড়া চলছিল তাঁর। বুধবার সকালে বাড়ির পিছনে একটি আমগাছের ডাল থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের দেহ ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন স্বপনবাবু।

জয়ী গোয়ালাপুকুর
মহম্মদপুর ও দুর্বাচাকড়ী নেতাজি সঙ্ঘ, গোয়ালাপুকুর মহামিলনী সঙ্ঘ ও গোয়ালাপুকুর জনকল্যাণ সঙ্ঘের উদ্যোগে গোয়ালাপুকুর ময়দানে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার মুখোমুখি হয় গোয়ালাপুকুর বাজার ব্যবসায়ী সমিতি ও মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ। ডায়মন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লিগের এটাই শেষ খেলা। প্রতিযোগিতায় চার উইকেটে জয়ী হয় গোয়ালাপুকুর বাজার ব্যবসায়ী সমিতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.