|
|
|
|
জোর করে রং মাখিয়ে কিশোরীর শ্লীলতাহানি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জোর করে রং মাখানোর সময় এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল পাড়ার দুই যুবকের বিরুদ্ধে। ওই কিশোরীর দাদা বাধা দিতে গেলে তাঁকে মারধর করেন ওই দুই যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার গড়গ্রামে। অভিযুক্ত বিমান মাইতি ও লালু মাইতি এলাকায় তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত। ঘটনার পর কিশোরীর পরিবারের লোকজন চণ্ডীপুর থানায় ওই দু’জনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না-করায় বিকেল ৪টে থেকে দিঘা-কলকাতা সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চণ্ডীপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টা নাগাদ অবরোধ ওঠে।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে দোল উপলক্ষে গড়গ্রামের বাসিন্দা বিমান মাইতি, লালু মাইতি বাড়ি-বাড়ি গিয়ে লোকজনদের রং মাখাচ্ছিল। গ্রামের একটি বাড়ির লোকেরা দরজা বন্ধ করে দেন। অভিযোগ, বিমান ও লালু ওই বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। রং মাখানোর অছিলায় বাড়ির এক কিশোরীর শ্লীলতাহানি করে তারা। ওই কিশোরীর দাদা বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযুক্ত দুই যুবকের মধ্যে বিমানের বাবা বলাই মাইতি স্থানীয় তৃণমূল প্রভাবিত গ্রাম উন্নয়ন সমিতির সচিব। আর এক অভিযুক্ত লালু মাইতি এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। তৃণমূলের জেলা সাধারণ মামুদ হোসেন বলেন, “রং খেলাকে কেন্দ্র করে গড়গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অভিযুক্তরা দলের সমর্থক হলেও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পুলিশ জানিয়েছে, কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে তদন্ত চালানো হচ্ছে। |
|
|
|
|
|