|
|
|
|
নতুন কলেজ এই বছরেই |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনায় নতুন একটি কলেজ খোলার অনুমোদন দিল রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরেই প্রথম বর্ষের ক্লাস শুরু করে দেওয়ার জন্য বলেছে তারা। পাঁশকুড়ার স্টেশন সংলগ্ন এলাকায় বনমালী কলেজ রয়েছে দীর্ঘ দিন ধরে। জেলার অন্যতম বড় পাঁশকুড়া বনমালী কলেজে কয়েক হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করেন। পাঁশকুড়া, ডেবরা, দাসপুর ব্লকের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ১৯৮৪ সালে বনমালী কলেজ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে পাঁশকুড়া শ্যামসুন্দরপুর পাটনা এলাকায় আরও একটি স্নাতক স্তরের কলেজ গড়তে উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৫ একর ৮০ ডেসিমল জমি রয়েছে প্রস্তাবিত কলেজের নামে। নতুন কলেজ গড়ার অন্যতম উদ্যোক্তা শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক নির্মল মাইতি জানান, কলেজ গড়ার জন্য স্থানীয় সিদ্ধিনাথ জিউ ট্রাস্ট ৩.১ একর, হরেকৃষ্ণপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিলন মন্দির ৬৭ ডেসিমেল ও শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল কর্তৃপক্ষ ৬৩ ডেসিমেল জমি দান করেছিল। এরপর ব্যক্তিগত ভাবে তিনি প্রায় ১ একর জমি দেন। সব মিলিয়ে কলেজের জন্য প্রায় ৫ একর ৮০ ডেসিমল জমি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও কলেজের সংরক্ষিত তহবিলের জন্য স্থানীয় বাসিন্দা শেখ নাসেরুল ইসলাম ১৫ লক্ষ, অমলাংশু মাইতি ৫ লক্ষ টাকা দান করেছেন। সিদ্ধিনাথ মহাবিদ্যালয় নামে প্রস্তাবিত ওই কলেজের অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল গত ২০১০ সালের অগস্ট মাসে। প্রস্তাবিত কলেজের এলাকা পরিদর্শন করেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিদল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও অনুমোদনের জন্য আর্জি জানানো হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংসদের যুগ্ম সচিব পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চিঠি দিয়ে শ্যামসুন্দরপুর পাটনায় নতুন কলেজের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন। নির্মলবাবু জানান, চলতি বছর প্রথম বর্ষের কলা বিভাগের ক্লাস চালু করা হবে। স্থানীয় রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলে ক্লাস হবে। |
|
|
|
|
|