|
|
|
|
|
পারিবারিক বিবাদে কুপিয়ে খুন প্রৌঢ় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে। বুধবার বিকেলে হলদিয়ার দুর্গাচক থানা এলাকার ঝিকুরখালিতে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম শ্রীহরি মণ্ডল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণ্ডল পরিবারে দীর্ঘ দিন ধরেই সম্পত্তি নিয়ে গণ্ডগোল চলছিল। পরিবারের ছ’ভাইয়ের মধ্যে শ্রীহরিবাবু ছিলেন পঞ্চম। আগেই মারা গিয়েছেন দাদা নবীন মণ্ডল ও কিশোরী মণ্ডল। তাঁদের ছেলেদের সঙ্গে জমি-জমা ছাড়াও স্থানীয় একটি ইটভাটার মালিকানা নিয়ে তুমুল অশান্তি চলছিল। এ ছাড়াও নবীনবাবুর শ্বশুরবাড়ির এক দূর সম্পর্কের আত্মীয় প্রতিবেশী বিজয় দাসের সঙ্গেও সম্পত্তি নিয়ে টানাপোড়েন চলছে। আগেও খুঁটিনাটি সমস্যা নিয়ে হাতাহাতি হয়েছে। এমনকী দু’তরফেই একাধিক মামলাও হয়েছে। মাস খানেক আগে বিজয় দাসদের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনায় শ্রীহরিবাবুর বিরুদ্ধে মামলা হয়।
বুধবার সম্পর্কে এক নাতির হাত ভেঙে যাওয়ায় ভ্যান ডাকতে বাড়ি থেকে বেরোন শ্রীহরিবাবু। দোলের দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল। সেই সুযোগেই গঙ্গা মন্দিরের কাছে তাঁর ওপরে চড়াও হয় বেশ কয়েকজন। শ্রীহরিবাবুকে রাস্তায় ফেলে কুড়ুল দিয়ে মাথায়, বুকে, হাতে আঘাত করে তারা। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শ্রীহরিবাবুর। পরে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে
সন্ধ্যায় মৃত শ্রীহরিবাবুর স্ত্রী রিনা মণ্ডল দুর্গাচক থানায় ভাইপো অনাথবন্ধু মণ্ডল, কিঙ্কর মণ্ডল, পড়শি বিজয় দাস, সমীর দাস, সমুদ্র দাস, বিমল নায়েক-সহ ১১ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন। অনাথবন্ধু প্রয়াত নবীন মণ্ডলের ছেলে ও কিঙ্কর প্রয়াত কিশোরী মণ্ডলের ছেলে। রাতেই সেই অভিযোগের ভিত্তিতে সমীর দাস ও বিমল নায়েককে পুলিশ গ্রেফতার করে। তবে বাকিরা পলাতক। কাঁদতে কাঁদতে কথা বলার ক্ষমতা হারিয়েছেন রিনাদেবী। বৃহস্পতিবার তিনি বলেন, “আমি শুধু দোষীদের শাস্তি চাই। আর কিছু না।” শ্রীহরিবাবুর বড় দাদা রবীন্দ্রনাথ মণ্ডল এলাকার প্রাক্তন কাউন্সিলর। তিনি বলেন, “ওই ইটভাটায় আমি বাদে আমাদের পাঁচ ভাইয়ের অংশীদারিত্ব রয়েছে। শুধু ইটভাটা নয়, নানা বিষয় নিয়ে পারিবারিক গণ্ডগোল চলছিল। কিন্তু তার জেরে যে এরকম পরিণতি হবে, ভাবতেও পারিনি।” এ দিন ধৃত বিমল ও সমীরকে হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। |
|
|
|
|
|