জিতল স্পেন-পর্তুগাল, হার ফ্রান্সের
মাঠে বমি করেও পাহাড় চূড়ায় মেসি-ম্যাজিক
খেলতে খেলতে মাঠেই বমি করলেন। তবু তিনিলিও মেসি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০০০ ফিট উচুঁতে অক্সিজেনের অভাবজনিত প্রবল প্রতিকূল পরিবেশেও দেশের জার্সির মর্যাদা রাখলেন। গত বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের এই ম্যাচটা মারাদোনার কোচিংয়ে আর্জেন্তিনা লজ্জাকর ১-৬ হেরেছিল বলিভিয়ার কাছে। বুধবার রাতে ২০১৪ বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে মেসির নেতৃত্বে আর্জেন্তিনা এক গোলে পিছিয়েও বলিভিয়ার সঙ্গে অ্যাওয়ে লড়াই ১-১ ড্র রাখল। বার্সার নয়নের মণি মেসি অনভ্যস্ত পরিবেশে অসুস্থ হয়ে বমি করেন। রিয়ালের দি মারিয়াকে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিতে হয়। কে বলে বেশি পেমেন্টে ক্লাবের জার্সিতেই বিশ্ব ফুটবলের মহাতারকারা নিজেদের চূড়ান্ত নিংড়ে দেন? দেশের জার্সির আবেগ ততটা উত্তেজিত করে না তাঁদের?
পাহাড় চুড়ায় যেমন দেশের জার্সিতেও মেসিরা ফর্মের শীর্ষে ছিলেন। তেমনই রোনাল্ডো-বিহীন পর্তুগাল নিজেদের সাবালকত্বের প্রমাণ রাখতে আজারবাইজানের বিরুদ্ধে ২-০ জিতে পরের বছর ব্রাজিল পৌঁছনোর দৌড়ে নব জীবন পেল। কিন্তু রুনির ইংল্যান্ড এবং রিবেরির ফ্রান্স প্লে-অফের দিকে ঢলে পড়ল। যথাক্রমে মন্টেনেগ্রো-র সঙ্গে ১-১ ড্র করে। এবং স্পেনের কাছে ০-১ হেরে বসে। প্রতিপক্ষের মাঠে বড় ম্যাচ জিতে বিশ্ব তথা ইউরোপ চ্যাম্পিয়ন দেল বস্কি-র স্পেন ফের তিকিতাকা ফুটবলের ধব্জা ওড়াল।
ম্যাচ ড্র করলেও পরিবেশের সঙ্গে যুদ্ধ জিতে ফুরফুরে মেসি-বাহিনী। ছবি টুইটারের সৌজন্যে।
লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষস্থানে নিজেদের টিকিয়ে রাখতে আর্জেন্তিনাকে বলিভিয়ার রক্ষণের চেয়েও ভৌগলিক বাধার বিরুদ্ধে লড়তে হল বেশি। তার উপর কোচ সাবেলা পাননি আহত আগুয়েরোকে। ২৫ মিনিটেই মার্সেলো মার্টিন্সের গোলে পিছিয়ে পড়েছিলেন মাসচেরানোরা। কিন্তু ভৌগলিক বাধাও আটকে রাখতে পারেনি মেসি-ম্যাজিক শো। নিজে গোল না করলেও মেসির সাজানো বলেই প্রথমার্ধেই বানেগা গোল করে সমতা ফেরান। মেসি পরে বলেন, “এ রকম উচ্চতায় খেলা খুব কঠিন। তাই ড্র করতে পেরেই আমরা খুব খুশি।” মেসির সঙ্গে একমত কোচ সাবেলা বলেছেন, “ড্র করা মানে আরও এক পয়েন্ট। ব্রাজিল পৌঁছনোর ক্ষেত্রে আরও এক ধাপ এগোলাম আমরা।”
ইউরোপিয়ান কোয়ালিফাইংয়ের গ্রুপ ‘এফ’-এ আজারবাইজানের বিরুদ্ধে পর্তুগালের গোল করেন ব্রুনো আলভেস এবং পস্তিগা। কার্ড সমস্যায় এই ‘মাস্ট উইন’ ম্যাচ খেলতে পারেননি রোনাল্ডো। সিআর সেভেন-এর অভাব বুঝতে না দেওয়ার অসীম দায়িত্ব পড়েছিল ড্যানির ঘাড়ে। তিনি আশাহত করেননি। তাঁর দলও নয়। যদিও ইজরায়েল ২-০ উত্তর আয়ার্ল্যান্ডকে হারানোয় গোলপার্থক্যে এখনও গ্রুপে তৃতীয় পর্তুগাল।
ব্রাজিল পৌঁছনোর লক্ষ্যে স্পেন অনেকটা নিশ্চিন্ত। দ্বিতীয়ার্ধে পেদ্রো-র একমাত্র গোলে ফ্রান্সের বিরুদ্বে গুরুত্বপূর্ণ জয় পেয়ে বিশ্বচ্যাম্পিয়নরা এখন নিজেদের গ্রুপে শীর্ষে। আগের ম্যাচে দুর্বল ফিনল্যান্ডের সঙ্গে ১-১ করে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইনিয়েস্তা-ফাব্রেগাস-জাভিদের। কিন্তু তিকিতাকার ছন্দ ফিরে পেয়ে শক্তিশালী ফরাসিদের বিরুদ্ধে ৭৫ শতাংশ বল পজেশন রেখে ম্যাচ জেতে দেল বস্কির দল।
অন্য দিকে, সুযোগ পেয়েও গ্রুপ শীর্ষে পৌঁছতে ব্যর্থ ইংল্যান্ড। মন্টেনেগ্রোর সঙ্গে দু’পয়েন্ট খুইয়ে রুনি-ল্যাম্পার্ডরা নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে। রুনি ইংল্যান্ডকে এগিয়ে দিলেও তাঁর ও ল্যাম্পার্ডের শট পোস্টে লাগে এই ম্যাচে। অন্যান্য উল্লেখযোগ্য ম্যাচে রবিন ফান পার্সির জোড়া গোলের দাপটে রোমানিয়াকে ৪-০ হারায় নেদারল্যান্ডস। তিন দিনের মধ্যে ফিরতি ম্যাচ খেলে কাজাখস্থানকে আবার হারাল জার্মানি। এ বার ৪-১। গ্রুপ ‘বি’র ম্যাচে ইতালি ২-০ হারাল মাল্টা-কে। দুটি গোলই করেন মারিও বালোতেলি। দুরন্ত ফর্মে থাকা ‘সুপার মারিও’ আজুরিদের শেষ ন’ম্যাচে ৮ গোল করলেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.