অস্ট্রেলিয়া সিরিজেই ধোনির ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এবং গৌতম গম্ভীর ভারতের ৪-০ সিরিজ জয়ে খুশি হয়েও বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকা যেমন শুধু নিজের দেশেই নয় বিদেশেও সমান সফল। ঠিক তেমনই ভারতও দক্ষিণ আফ্রিকার মতো বিদেশেও সফল না হলে ধোনির দলকে কেউ তেমন গুরুত্ব দেবে না। আজ এখানে গম্ভীর পরিষ্কার বলে দিলেন, “বিদেশের মাটিতে জয় পাওয়া ভারতীয় দলের সদস্য হিসেবে নিজেকে দেখতে আমি খুব ভালবাসি।”
এ বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। তার আগে ভারতীয় ‘এ’ দল। বোর্ডের এই পদক্ষেপকে প্রশংসা করে গম্ভীর বললেন “বোর্ডের এই ভাবনাটা প্রশংসনীয়। এর আগে বিদেশ সফরে গিয়ে আমরা খুব বেশি দু’-একটা অনুশীলন ম্যাচ খেলেই টেস্ট বা এক দিনের সিরিজে নেমেছি। সে জন্য আবহাওয়া, উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আগেই সিরিজ প্রায় শেষ হয়ে যেত। এ বার আশা করি ভারতের সিনিয়র দলের অনেক তরুণ ক্রিকেটার ‘এ’ দলের হয়ে আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা পুরোপুরি কাজে লাগাবে।”
শিখর ধবনের টেস্ট অভিষেক ভারতের দুই সিনিয়র ওপেনার সহবাগ এবং গম্ভীরের টেস্টে ফেরার রাস্তা কঠিন করে দিচ্ছে। সেই নিয়ে গম্ভীরের প্রতিক্রিয়া, “নিজের পরিশ্রমের ফল এত দিনে পেয়েছে ও। সবাইকেই কঠোর পরিশ্রম করে যেতে হবে ভারতীয় দলে টিকতে গেলে। যে যখন সুযোগ পাবে সেটাকে কাজে লাগাতে হবে। এতে ঈর্ষা করার কিছু নেই।”
শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ নাইট রাইডার্স অধিনায়ক। আর এক সপ্তাহ পরেই ইডেনে আইপিএল সিক্সের উদ্বোধনী ম্যাচে নামছে গত বারের চ্যাম্পিয়ন কেকেআর। প্রথম ম্যাচেই মাঠে নামা নিয়ে আশাবাদী গম্ভীর বললেন, “এখন বেশ সুস্থ আছি। আইপিএল শুরু হতে তো আরও ক’দিন বাকি আছে। তার মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।”
এ দিন গম্ভীরকে যথেষ্ট উজ্জ্বল দেখাচ্ছিল। এ বারের আইপিএলে তাঁর দল আর তাঁদের সম্ভাবনা নিয়ে একান্তে আনন্দবাজারকে বললেন, “উই আর গ্রেট অ্যান্ড আ পোটেনশিয়াল সাইড। গত কয়েক বছর ধরে কেকেআর ভাল দল হয়েও চ্যাম্পিয়ন হচ্ছিল না শুধু নিজেদের উপর বিশ্বাস না থাকায়। গত বছর সেই বিশ্বাসটা ফিরে পেতেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই নিজের দলের উপর এ বারও আমার আস্থা অটুট রয়েছে। নিজেদের উপর বিশ্বাস ধরে রাখাটাই আমাদের আসল কাজ। ওটা পারলেই গত বারের মতো ফর্মও ঠিক ফিরে আসবে খেলতে খেলতে। সে কারণে আমাদের দলের লড়াই অন্য দলের বিরুদ্ধে নয়। লড়াইটা আমাদের নিজেদের সঙ্গে নিজেদেরই।”
ওয়াসিম আক্রমের জায়গায় ব্রেট লি-কে কেকেআরের বোলিং পরামর্শদাতা পেয়ে খুশি গম্ভীর। “তবে ওর মধ্যে এখনও ক্রিকেটকে দেওয়ারও অনেক কিছু অবশিষ্ট রয়েছে। সেটাও ওর থেকে আমাদের কাজে লাগাতে হবে।” |