গতি চাই, শুধু গতি। প্র্যাক্টিসে সবাইকে এটাই বলছেন ট্রেভর বেলিস। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের অনুশীলনের ছবিও অনুরূপ সে রকম। যতক্ষণ মাঠে থাকবে, গতিতে থাকো। ফিজিক্যাল ড্রিল থেকে ফিল্ডিং ড্রিল, সবেতেই একটা নির্দিষ্ট ছন্দ বজায় রাখতে চান নাইটদের অস্ট্রেলীয় কোচ। সেরার মুকুটের চাপ কাটাতে এটাই নাকি সেরা রাস্তা!
উপুড় হয়ে থাকা অবস্থায় ক্রিকেটারদের দিকে বল ছোড়া হচ্ছে। দ্রুত ওই অবস্থা থেকে উঠে বল লুফে পাল্টা ছুড়তে হচ্ছে উল্টো দিকে পোঁতা একটিমাত্র স্টাম্পের দিকে। এটা কেকেআরের ফিল্ডিং ড্রিল। পোশাকি নাম ‘গেট আপ অ্যান্ড থ্রো’। ইডেনে এ বার প্রথম দিন অনুশীলনে নেমে যা করতে গিয়ে সমস্যায় পড়েন দীর্ঘদেহী লক্ষ্মীপতি বালাজি। যদিও সদ্য মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলে এসেছেন। কিন্তু গতির প্রশ্নে আইপিএল তার চেয়ে বেশ কয়েক গুণ এগিয়ে, সন্দেহ নেই। ছেলেদের ক্ষিপ্রতা বাড়াতেই এই ফিল্ডিং অনুশীলন বেলিসের। উঁচু ক্যাচ প্র্যাক্টিসও দিচ্ছেন যাতে ফিল্ডারকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরতে হয়। “শরীরের নমনীয়তা, ক্ষিপ্রতা বাড়লে আত্মবিশ্বাসও বাড়বে।” গতবারের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস নিয়ে ভাবতে হচ্ছে শাহরুখ খান-গৌতম গম্ভীরের দলের কোচকে!
গতবারের চ্যাম্পিয়ন। এটাই বড় চাপ। “ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করা ভাল ঠিকই, তবে বাড়তি চাপও থাকে। এই চাপ নিয়ে এ বার পুরো আইপিএল খেলতে হবে। কিছু করার নেই।” চাপের অন্য কারণ, দলের বিদেশিদের শিডিউল। সাকিব আল হাসানের গত মাসে ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশের চলতি শ্রীলঙ্কা সফরে তিনি নেই। সামনেই বাংলাদেশের জিম্বাবোয়ে সফর। তাঁর আশা, ফিট হয়ে সেই সফরে যাবেন। আশা পূরণ হলে ১৩ মে পর্যন্ত থাকবেন জিম্বাবোয়েতেই। তার আগে আইপিএলে সাকিবের খেলা প্রায় অসম্ভব। ব্রেন্ডন ম্যাকালামেরও সেই অবস্থা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে গত সপ্তাহে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন। সেই সমস্যা কাটিয়ে কয়েক দিনের মধ্যে নাইটদের সঙ্গে যদি যোগ দেনও, তা হলেও মে মাসে তাঁকে ফিরতে হবে ইংল্যান্ডে, নিউজিল্যান্ডের টেস্ট সফরে। সেই সিরিজে ডাক পড়তে পারে এ দিনই ইডেনে প্রথম অনুশীলনে নামা ইংল্যান্ডের ইয়ন মর্গ্যানেরও। বেলিস অবশ্য বলছেন, “কাকে পাব না, তা নিয়ে বেশি ভেবে মাথা খারাপ করতে চাই না। বরং যাদের পাব, তাদের নিয়েই বেশি ভাবছি। সেটাই ভাল।”
দীর্ঘ আইপিএলে দলের ছেলেদের মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য গতবার যে দু’জনের সাহায্য পেয়েছিলেন, সেই মনোবিদ রুডি ওয়েবস্টার ও ওয়াসিম আক্রমদেরও এ বার পাবেন না নাইটদের কোচ। সমস্যাটা কার্যত মেনে নিয়ে বললেন, “ওয়াসিমকে সত্যিই মিস করব। ওর স্তরের ক্রিকেটার স্কোয়াডে থাকলে তার একটা প্রভাব তো থাকেই। রুডির ক্ষেত্রেও একই কথা বলব। তবে ওর থেকে গতবার অনেক কিছু শিখেছি। এ বার সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”
এ সবের মধ্যেই দুটো ভাল খবর, মনোজ তিওয়ারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন। সোমবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন, জানালেন কোচ। এবং অধিনায়ক গম্ভীর রবিবার চলে আসছেন স্বয়ং জানিয়েছেন। এও ছাড়া, শুক্রবারই অনুশীলনে নামার কথা বোলিং মেন্টরের বাড়তি দায়িত্ব পাওয়া ব্রেট লি-র। এ ভাবে সবাই চলে এসে ক্রিকেট-সংসার ভরে উঠলে নেতিবাচক চিন্তা মাথায় আসবে না বলে ধারণা বেলিসের।
|
ইডেন দেখে পুলিশ সন্তুষ্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গতবার আইপিএল চলাকালীন ভেঙে পড়েছিল ইডেনের ভেন্যু অপারেশন সেন্টার। এ বার সেই ভিওসি বক্স অনেক মজবুত দেখে খুশি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর জাভেদ শামিম। বৃহস্পতিবার ইডেন পরিদর্শনে গিয়েছিলেন তিনি। মাঠের অন্যান্য ব্যবস্থা দেখেও তিনি সন্তুষ্ট। তবে সিএবি-কে বলেছেন, ভিওসি বক্স থেকে ইডেনে পুলিসের প্রধান কন্ট্রোল রুমের সঙ্গে যাতে সরাসরি যোগাযোগ করা যায়, তার ব্যবস্থা করতে। তবে তা বুধবার প্রথম ম্যাচের আগেই করা সম্ভব হচ্ছে না। |