|
|
|
|
দশ জঙ্গির দেহ উদ্ধার জঙ্গল থেকে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ফের উত্তপ্ত জঙ্গল মহল। ঝাড়খণ্ডের চাতরা জেলার কুণ্ডা থানা এলাকার অধীনে লাকরামাণ্ডার জঙ্গলে বুধবার দুপুর থেকে মাওবাদী জঙ্গিদের সঙ্গে বিক্ষুব্ধ জঙ্গি গোষ্ঠী, তৃতীয় প্রস্তুতি কমিটির (টিপিস) মধ্যে টানা বারো ঘন্টার গুলির লড়াইয়ে দশ জঙ্গির মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র রিচার্ড লাকরা জানান, দশটি মৃতদেহ উদ্ধার করে সেগুলি শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে আরও মৃতদেহ পড়ে রয়েছে কিনা পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা তার খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এলাকার দখলদারি নিয়ে দু’দলের মধ্যে মূলত সংঘাত বাধে। লালেশ, প্রফুল্ল যাদব, ধর্মেন্দ্র যাদব-সহ কয়েকজন মাওবাদী জঙ্গি ঘটনায় মারা গিয়েছে বলে পুলিশের দাবি। সিআরপিএফ এর দাবি, মৃত জঙ্গিদের মধ্যে অরবিন্দ সিংহ নামে এক মাওবাদী জঙ্গি নেতার ঘনিষ্ঠ লালেশ সিংহ টিপিসির জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে। জানুয়ারিতে লাতেহারের আমুয়াটিকার জঙ্গলে মৃত সিআরপিএফ জওয়ানের পেটের ভিতরে ‘প্রেসার’ বোমা সেলাই করে জুড়ে দিয়ে এক জওয়ানের দেহ রাঁচির রিমস হাসপাতালে পাঠিয়ে দেয় মাওবাদীরা। পুলিশের বক্তব্য, অরবিন্দের নেতৃত্বে সেই কাজ করেছিল মাওবাদীরা।
ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জানান, লাকরামাণ্ডার জঙ্গলে বিহার থেকে মাওবাদীদের দু’টি দল এসে ঘাঁটি গেড়েছিল। তৃতীয় প্রস্তুতি কমিটির জঙ্গিরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। রাত সাড়ে তিনটে পর্যন্ত লড়াই চলে। ইতিমধ্যে পুলিশের কাছেও খবর পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ঘটনাস্থলে গিয়ে গুলি চালায়। তখন জঙ্গিরা মৃতদেহগুলি ফেলে পালিয়ে যায়।
গুমলাতে দিন পনেরো আগেই মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়েছে। তখন বেশ কয়েকজন মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পুলিশ দাবি করলেও মৃতদেহগুলি জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা যায়নি। উল্টে মাওবাদীদের পক্ষ থেকে সংবাদপত্রের অফিসে বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করা হয়েছিল, ওই ঘটনায় তাদের একজন কর্মীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের এক আধিকারিকের কথায়, “এ বার মাওবাদীরা যাতে সেই সুযোগ না পায় তার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি চালিয়ে জঙ্গিদের তাড়িয়ে আগে মৃতদেহগুলির দখল নেয়। কারণ ইদানিং মাওবাদীরা এলাকায় নিজেদের প্রতিপত্তি বজায় রাখতেই তাদের লোকজন মারা গেলেও তা স্বীকার করে না।” লাকড়া জানান, জঙ্গলের ভিতর থেকে একে-৪৭ সহ প্রচুর অস্ত্রও আটক করেছে পুলিশ। |
|
|
|
|
|