|
|
|
|
নির্বিকার কংগ্রেস |
মনমোহনের সমালোচনায় মুখর হতাশ মুলায়ম |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মনমোহন সিংহ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই মুলায়ম সিংহ যাদব বললেন, এ বছর শেষ দিকে লোকসভা ভোট হতে পারে। আজ লখনউয়ে সমাজবাদী পার্টি কর্মীদের এক সমাবেশে তিনি বলেন, “ভিতরের খবর রয়েছে, নির্বাচন হবে নভেম্বরে।” পাশাপাশি, কংগ্রেসের সমালোচনাও অব্যাহত রেখেছেন তিনি। গত কাল কংগ্রেসকে ‘চতুর’ ও ‘ঠগ’ বলে আক্রমণ করেছিলেন। আজ বললেন, “কংগ্রেস বিশ্বাসঘাতক। ওরা আর ক্ষমতায় ফিরতে পারবে না। কেন্দ্রে এ বার অকংগ্রেসি অবিজেপি সরকার হবে।”
তবে মুলায়মের এই আক্রমণ সত্ত্বেও কংগ্রেস দৃশ্যত কিছুটা নির্বিকার। কংগ্রেস নেতারা উল্টে বলছেন, হতে পারে মুলায়ম কিছুটা হতাশ। ডিএমকে ইউপিএ ছাড়ার পরে সপা-র ধারণা হয়েছিল যে, সরকারের জিয়নকাঠি এখন তারাই। কিন্তু সেটা যে সত্যি নয়, তা ক্রমশই বুঝতে পারছেন সপা নেতারা। কেননা, প্রথমত করুণানিধি বলে দিয়েছেন, কেন্দ্রে সরকার পড়তে তিনি দেবেন না। দ্বিতীয়ত, বিএসপি এবং বামদলগুলিও একই ইঙ্গিত দিয়েছে। কারণ, মুখে যে যা-ই বলুক, কোনও দলই এখন ভোট চায় না। পাশাপাশি, নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে টানার চেষ্টা শুরু করেছে কংগ্রেস। তাতে কিছু ফল হয়েছে বলেও মনে করা হচ্ছে। কেন্দ্র বিহারকে আর্থিক সাহায্য দেওয়ার ইঙ্গিত দেওয়ার পরে কংগ্রেসের প্রশংসা করেছেন নীতীশ। মমতাও রাষ্ট্রপুঞ্জে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে সরকারের পাশে দাঁড়িয়েছেন। আর এ সবের জেরেই মুলায়ম হতাশ বলে কংগ্রেস নেতাদের দাবি।
বস্তুত, কংগ্রেসের ধারণা যে খুব ভুল নয়, তা বুঝিয়ে গত কাল নীতীশেরও সমালোচনা করেছেন মুলায়ম। নিজের নির্বাচন কেন্দ্র এটাওয়ায় এক সমাবেশে তিনি বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী মাটি দিয়ে রাস্তা ভরানো ছাড়া কিছুই করেননি। বিহারকে আর্থিক প্যাকেজ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু উত্তরপ্রদেশের কী হবে? এটা কেন্দ্রের নিজের টাকা নয়, যে যাকে মনে হবে, তাকে দেবে।”
দিল্লির অনেক রাজনীতিকেরই মতে, আপাতত যে ভোট হচ্ছে না, সেটা মুলায়ম ভালই বুঝতে পারছেন। ফলে কংগ্রেসের উপর থেকে এখনই সমর্থন প্রত্যাহার তিনি করবে না। আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হচ্ছে তার দায়ও তিনি নিতে চান না। সেই কারণেই কংগ্রেস-বিরোধী কথা বলছেন। সিপিএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরির কথায়, “মুলায়ম এখনই কেন্দ্রীয় সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন না। কিন্তু একই সঙ্গে কেন্দ্রকে সমর্থনের জন্য দায়ও নিতে চান না। আর সে জন্যই কংগ্রেসকে আক্রমণ করছেন।”
তাৎপর্যপূর্ণ হল, মুলায়মকে সম্প্রতি কিছুটা তোয়াজ করে চলছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সরকারের পড়ার আশঙ্কা নেই দেখে তাঁরাও এ বার একটু একটু করে মুলায়ম-বিরোধী সুর চড়াতে চাইছে। কেননা উত্তরপ্রদেশে কংগ্রেসের হাতে যে ২১টি লোকসভা আসন রয়েছে, তা ধরে রাখতে গেলে মূলত সপার বিরুদ্ধেই লড়াই করতে হবে। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, সে কথা মাথায় রেখে মে মাসে সংসদের অধিবেশন শেষ হওয়ার পরেই উত্তরপ্রদেশ সফরে নামবেন রাহুল গাঁধী। সপা সরকারের বিরুদ্ধে প্রচার করবেন তিনি। রাহুলের সেই সফরের ক্ষেত্র প্রস্তুতও শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। অমেঠী-সুলতানপুরে গ্রামোন্নয়নের টাকা তছরূপের ঘটনার জন্য অখিলেশ সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। মুলায়মের কেন্দ্র-বিরোধী সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে জয়রাম বলেন, “ওঁর কথার কোনও গুরুত্ব নেই। মুলায়মের কথা ওঁর ছেলেই বোঝেন না, মানুষ কী বুঝবে!” |
|
|
|
|
|