দোলের দিন শহরে পৃথক চারটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম অন্তত সাত জন। আহতেরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে। সেখানে ট্যাক্সির ধাক্কায় আহত হন নন্দলাল সরকার (৭০) নামে এক বৃদ্ধ পথচারী। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে দিন বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় নন্দলালবাবুর। ট্যাক্সিচালককে এখনও ধরা যায়নি। |
দোল খেলে স্নান করতে গিয়ে ডুবে যাওয়া এক যুবককে উদ্ধারের
পরে প্রাথমিক চিকিৎসা। টালা ঝিল পার্কে। ছবি: স্বাতী চক্রবর্তী। |
দ্বিতীয় ঘটনাটি ঘটে যাদবপুরের জীবনানন্দ সেতুতে। পুলিশ জানায়, মেদিনীপুরের বাসিন্দা মানিক দত্ত (২৭) এক সঙ্গীকে নিয়ে মোটরবাইক চালিয়ে সেতু থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারেন। গুরুতর আহত অবস্থায় মানিকবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মানিকের সঙ্গী রাকেশ মাহাতো গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ দিকে, ইএম বাইপাসের চালপট্টির কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাড়িতে ধাক্কা মারলে আহত হন বাইক-আরোহী দুই যুবক। পুলিশ জানায়, মোটরবাইকটি চালাচ্ছিলেন ছোটু পণ্ডিত (২২) নামে এক জন। গুরুতর জখম অবস্থায় ছোটু ও তাঁর সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল।
ওই দিনই বিকেলে ইএম বাইপাসে একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে একই পরিবারের চার জন ছিলেন। তাঁরা গড়িয়াহাটের বাসিন্দা। চার জনই জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। |