মহাকরণে জার্মান সংসদীয় দল
নিজস্ব সংবাদদাতা |
মহাকরণের অতিথি: জার্মান প্রতিনিধিদলের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্র।—নিজস্ব চিত্র |
পশ্চিমবঙ্গে লগ্নির সম্ভাবনা নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করল কলকাতায় আগত একটি জার্মান সংসদীয় দল। বৃহস্পতিবার মহাকরণে একটি সৌজন্য-সাক্ষাৎ পর্বে এই আলোচনা হয়েছে। জার্মানির পার্লামেন্ট (বুন্ডেস্ট্যাগ)-এর সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, জার্মানির প্রোটোকল-বিষয়ক আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ৪৫ মিনিটের বৈঠক শেষে ছ’সদস্যের জার্মান দলটির তরফে জানানো হয়েছে, প্রধানত এ রাজ্যে খ্রিস্টানেরা কেমন আছেন দেখতে এসেছিলেন তাঁরা। কলকাতায় মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি, শহরের বিশপ ও জার্মান ডক্টর্স সংস্থার কার্যকলাপ তাঁরা দেখতে যান। জার্মান দলটির এক মুখপাত্র বলেন, ‘‘কলকাতার পরিস্থিতি দেখে আমরা খুশি। রাজ্যে আর্থিক লগ্নির বিষয় নিয়েও কিছু কথা হয়েছে। তবে নির্দিষ্ট কোনও প্রকল্প নিয়ে আলোচনা হয়নি।” অর্থমন্ত্রী বলেন, “জার্মান দলটি আমার বাজেট-বক্তৃতার কপি নিয়ে গিয়েছে। এ রাজ্যে কর ছাড়-সংক্রান্ত সুযোগ-সুবিধার বিষয়েও ওঁরা খোঁজ-খবর করেছেন।”
|
বাড়িতে চুরি, পরিচারিকা ধৃত |
তিলজলায় একটি ফাঁকা বাড়িতে চুরি হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সুলতানা খাতুন নামে ওই বাড়ির এক পরিচারিকা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ির মালিক আফরোজ নাসিম সেখানে একাই থাকতেন। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখেন, দরজা খোলা এবং সুলতানা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সুলতানা জানায়, চার যুবক তাকে মারধর করে গয়না ও টাকা নিয়ে পালিয়েছে। সুলতানাকে জেরা করে ফৈয়াজ নাসির বলে এক জনের নাম জানা যায়। তার পরে জানা যায় ফৈয়াজের দাদা আয়াজ এবং অন্য এক মহিলার কথাও। সুলতানা, ফৈয়াজ ও আয়াজকে গ্রেফতার করে টাকা-গয়না উদ্ধার করেছে পুলিশ।
|
মহিলার মৃত্যু, দুর্ঘটনা না খুন |
কেষ্টপুরের তারুলিয়া এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটা খুন না দুর্ঘটনা, তা নিয়ে জট পাকিয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম মানা মণ্ডল (৫২)। বৃহস্পতিবার দুপুরে রং খেলা নিয়ে তাঁর ছেলের সঙ্গে এক পড়শির মারপিট হয়। তাপস নস্কর নামে এক ব্যক্তির মোটরবাইকে চেপে নিউ টাউন থানায় অভিযোগ জানাতে যান মানাদেবী। রাস্তায় মোটরবাইকটি উল্টে যায়। আহত মানাদেবী রাতে আর জি কর হাসপাতালে মারা যান। তাপসকে গ্রেফতার করা হয়েছে। মানাদেবীকে খুন করা হয়েছে বলে থানায় অভিযোগ করেন তাঁর আত্মীয়স্বজন। তদন্ত চলছে।
|
গয়না ‘লুঠ’ করে গ্রেফতার দুই
|
চুরি যাওয়া ৫১ কেজি রুপোর গয়না-সহ পাকড়াও দুই। |
একটি ক্যুরিয়ার সংস্থার অফিস থেকে রুপোর গয়না লুঠের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হল দু’জন। ধৃতদের নাম ভিকি অগ্রবাল ও বীরেন্দ্র অগ্রবাল। ভিকি পেশায় ট্যাক্সিচালক। মিলেছে চুরি যাওয়া গয়না। পুলিশ জানায়, বুধবার বড়বাজার থানার রূপচাঁদ রায় স্ট্রিটের ওই ক্যুরিয়ার সংস্থার অফিস ও তার গুদাম থেকে দু’টি পার্সেল চুরি যায়। তাতে ৫১ কেজি রুপোর গয়না ছিল, যার মূল্য প্রায় ৪১ লক্ষ টাকা। সেগুলি মুম্বই থেকে কলকাতা হয়ে পটনা নিয়ে যাওয়ার কথা ছিল। প্রতারণা করে সোনা হাতানোর অভিযোগে বুধবার গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃত উমেশ মেটার গয়নার ব্যবসা। পুলিশ জানায়, ৩ মাস আগে সোনার মুদ্রা বানিয়ে দেওয়ার কথা বলে হিতেশ শাহ নামে এক ব্যক্তির থেকে ৫০০ গ্রাম সোনা নেয় উমেশ। উমেশের হদিস না পেয়ে পুলিশে অভিযোগ করেন হিতেশ। তার ভিত্তিতে গুজরাত থেকে উমেশ গ্রেফতার হয়।
|
রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগল একটি বাড়িতে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ, আর্মহাস্ট স্ট্রিট থানা এলাকার কৈলাস বোস স্ট্রিটে। পুলিশ জানায়, এ দিন দুপুরে রান্না করার সময়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। |