গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে বাদুুড়িয়ার খাসপুর গ্রাম থেকে রবিউল ওরফে হাজরে মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মামলায় আগেই এক মহিলা সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছিল। নিহতের মোবাইল, দুটি মোটর সাইকেল এবং যে মোবাইল থেকে শ্যামাদাসীকে ডেকে এনে গণধর্ষণ ও খুন করা হয় সেটিও উদ্ধার হয়েছে।
|
ডাকাতি ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ক্যানিং থানার অদূরেই ঘটল ডাকাতি। সোমবার রাতে ক্যানিংয়ের শশ্মানঘাট এলাকার ঘটনা। পুলিশ জানায়, সোমবার রাতে কলের মিস্ত্রি শান্তি করের বাড়িতে হামলা চালায় ৭-৮ জনের দুষ্কৃতী দল। বাড়িতে ঢুকে গৃহকর্তার জামাই শরত্ নায়েকের মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে যথেচ্ছ লুঠপাট চালিয়ে পালিয়ে যায় তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। মঙ্গলবার সকালে ভাঙড়ের কাশীনাথপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুলতানা পারভিন (১০)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ সূত্রের খবর, এদিন বাড়ির সামনে খেলার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। |