|
|
|
|
লিটল ম্যাগের বসন্তোৎসব |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরু হল বসন্ত উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে এক অনুষ্ঠান হয়। বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে। চলে নাচ-গান।
রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগেই উৎসবের আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এতে যোগ দেয়। মেদিনীপুর লিটল ম্যাগাজিন আকাডেমির পক্ষ থেকে প্রকাশিত হয় দোল সংখ্যা। নাম ‘আজি বসন্তে’। দোল সংখ্যাটি লেখা- কবিতায় সমৃদ্ধ। যেমন সঞ্জীব ভট্টাচার্য লিখেছেন, ‘সাত সাতশো রঙের মধ্যে, ফ্যাকাসে এক ঝাপ্সা মানুষ, চোখের সামনে আবির ওড়ে, হাতের মুঠোয় গোপন আগুন...।’ ভবেশ মাহাতো লিখেছেন, ‘রঙের খেলা চলছে রে ভাই, চলছে রঙের খেলা, দোল উৎসব বাদ দিলে তাই, সবই হেলাফেলা...।’ আকাডেমির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠির কথায়, “দোল উৎসবকে স্মরণীয় করে রাখতেই বিশেষ এই সংখ্যা প্রকাশ।” আজ, বুধবারও গান- নাচ- কবিতায় আরও রঙিন হয়ে উঠবে মেদিনীপুর- খড়্গপুর সহ জেলার বিভিন্ন এলাকা।
প্রতি বছরের মতো এ বারও ‘মেদিনীপুর বসন্ত উৎসব’ কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে আবির খেলা। সেই সঙ্গে গান- নাচ- কবিতা তো রয়েইছে। সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা ও অলোকবরণ মাইতির উদ্যোগে এই উৎসবের আয়োজন। অলোকবরণবাবু বলছিলেন, “দেখতে দেখতে এই উৎসবের এ বার ৩১ তম বর্ষ হল। দোল উৎসবের আনন্দই আলাদা। আশা করি, এ বারও উৎসব ভাল ভাবে হবে। আনন্দে গা ভাসাবেন সাত থেকে সত্তর, সকলেই।” |
|
|
|
|
|