সংসদ গড়তে টস খড়্গপুর কলেজে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পূর্ণাঙ্গ সংসদ গড়তে শেষমেশ টস হল। টসে জিতে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের পদ পেল এসএফআই। সহ-সাধারণ সম্পাদক টিএমসিপি-র। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে খড়্গপুর কলেজে। গত বছরের ১২ অক্টোবর কলেজের সংসদ নির্বাচন হয়েছিল। নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু ফল হয়। ৬৬টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পেয়েছিল ৩০টি। এসএফআই পেয়েছিল ২৬টি। ছাত্র পরিষদ (সিপি) ৫টি এবং ডিএসও ৫টি। আগের বছরও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফল ত্রিশঙ্কু হয়েছিল। পরে সংসদ গঠন করেছিল এসএফআই। ১৮ অক্টোবর সংসদ গঠনের দিন নির্দিষ্ট হয়েছিল। তবে তার আগেই গোলমাল বাধে। টিএমসিপির কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। সংসদ গঠন প্রক্রিয়া ভেস্তে যায়। ২৭ নভেম্বর সংসদ গঠনের প্রক্রিয়া এগোয়। গোপন ব্যালটে ভোটাভুটি হয়। দেখা যায়, সাধারণ সম্পাদক-সহ ১১টি পদেই টাই হয়েছে। এসএফআই-টিএমসিপি, দু’পক্ষই ৩০টি করে ভোট পেয়েছেন। বাকি ৭টি পদে টিএমসিপির প্রার্থীরা জয়ী হন। এ ক্ষেত্রে জয়ের ব্যবধান ৩১- ২৯। সংসদের পদ সংখ্যা ১৮। ফলে, ভোটাভুটি হলেও ওই দিন পূর্ণাঙ্গ সংসদ গঠন করা সম্ভব হয়নি। মঙ্গলবার তাই টস হয়। টস শেষে কলেজের এক আধিকারিক বলছিলেন, “সংসদের জিএস এসএফআইয়ের আর এজিএস টিএমসিপির। টসে এ ভাবেই ভাগ্য নির্ধারণ হল। দু’পক্ষ এক টেবিলে বসে কি না, সেটাই দেখার!”
|
দখল উচ্ছেদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |