|
|
|
|
কাগজ ছাড়াই শস্য মজুত, বন্ধ চালকল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বৈধ কাগজপত্র ছাড়াই খাদ্যশস্য মজুত রাখায় মেদিনীপুরের একটি চালকল সিল করল মহকুমা প্রশাসন। ওই চালকলের দশটি গুদামের সব কটি বন্ধ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে চাবিও। অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালায় মহকুমা প্রশাসন। দেখা যায়, খাদ্যশস্য মজুত রাখার জন্য কর্তৃপক্ষের কাছে বৈধ কাগজ নেই।
মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত বলেন, “বৈধ কাগজপত্র ছিল না বলেই মিলটি সিল করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” পুরো বিষয়টি লিখিত ভাবে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ সুপারকে জানিয়েছেন মহকুমাশাসক। তাতে বলা হয়েছে, মিল কর্তৃপক্ষ শুধু ট্রেড লাইসেন্স দেখাতে পেরেছেন। স্টোর লাইসেন্স-সহ অন্য কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ সুপারকে জানিয়েছেন অমিতাভবাবু। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বৈধ কাগজপত্র ছাড়া খাদ্যশস্য মজুতের অভিযোগ মাঝেমধ্যে ওঠে। তবে প্রশাসন পদক্ষেপ করতে গড়িমসি করে বলে অভিযোগ। মেদিনীপুরের তাঁতিগেড়িয়ায় রয়েছে ‘শঙ্কর অয়েল অ্যান্ড রাইস মিল’। সোমবার সন্ধ্যায় এই মিলে অভিযান চালায় মহকুমা প্রশাসন। এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযানের সময় মিল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে কর্তৃপক্ষ অধিকাংশ কাগজপত্রই দেখাতে পারেননি। এরপরই মিল সিল করার নির্দেশ দেন মহকুমাশাসক। সেই মতো মিলের দশটি গুদাম সিল করে দেওয়া হয়। মহকুমা প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে এমন অভিযান আগামী দিনেও চলবে। |
|
|
|
|
|