ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার গ্রাহক ও এজেন্টদের স্বার্থ রক্ষার কথা মাথায় রেখে রাজ্য আইন প্রণয়নের কথা ভাবছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি মহাজাতি সদনে তৃণমূল শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) অনুমোদিত একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট ইউনিয়ন আয়োজিত সভায় পার্থবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগী হয়ে একটি আইন প্রণয়নের কথা ভেবেছেন। সেখানে ওই সব সংস্থার গ্রাহকদের পাশাপাশি এজেন্ট বা ফিল্ড ওয়ার্কার্সদের স্বার্থও সুরক্ষিত থাকবে।”
সম্প্রতি বিভিন্ন কর্মী ইউনিয়ন একযোগে দাবি তুলেছে যে, কোন কোন সংস্থা আইন মেনে ব্যবসা করছে তা দেখা রাজ্য সরকারের দায়িত্ব। |
ভুঁইফোঁড় সংস্থার হাতে মানুষের হয়রানি আটকাতে ২০০৯-এ বিধানসভায় বিল পাস করে তৎকালীন বাম সরকার। কিন্তু রাষ্ট্রপতির সম্মতি না মেলায় বিলটি কার্যকর হয়নি। ক’দিন আগে কোম্পানি বিষয়ক প্রতিমন্ত্রী সচিন পাইলট কলকাতায় জানান, ওই সব সংস্থার দৌরাত্ম্য ঠেকাতে কেন্দ্রও আইনের কথা ভাবছে। তবে রাজ্যে সংস্থাগুলির রমরমা নিয়ে বাম সরকারকেই দায়ী করেন পার্থবাবু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “মানুষের টাকা নিলে তা ফেরত দেওয়ার নৈতিক দায়িত্ব থাকা জরুরি।” |