সহারা কর্তাকে হাজিরার নির্দেশ
সংবাদসংস্থা • মুম্বই |
|
সুব্রত রায় |
আগামী ১০ এপ্রিল সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায় এবং তিন ডিরেক্টরকে তাদের সামনে হাজির হতে বলল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। লগ্নিকারীদের সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা ফেরত দিতে গোষ্ঠীর দুই সংস্থা সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট এবং সহারা হাউজিং ইনভেস্টমেন্টের কী কী স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে, তা জানাতে হবে সেবিকে। ৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে সুব্রত রায়-সহ চার কর্তার দেশে-বিদেশে থাকা সমস্ত সম্পত্তির বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ২০০৭-’০৮ অর্থবর্ষ থেকে আয় কর রিটার্নের তথ্য সম্বলিত আসল কাগজপত্র। তার পর সেবির কাছে সশরীরে হাজিরা দিতে হবে ওই চার জনকে। মঙ্গলবার সেবি স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট দিনে হাজিরা দিতে না পারলে ওই চার জনের সম্পত্তি বিক্রির জন্য চূড়ান্ত পথে এগোবে তারা। এ দিনের নির্দেশের কপি পাঠানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও। এ দিকে, সহারা গোষ্ঠীর পাঁচ সংস্থাকে এ দিনই কোনও প্রকল্পের নামে বাজার থেকে টাকা না তুলতে নির্দেশ দিয়েছে হিমাচলপ্রদেশ হাইকোর্ট। তাদের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবি-কে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে আদালত। ২২ এপ্রিল বিষয়টি নিয়ে ফের শুনানি হবে। এরই পাশাপাশি, ১৩ এপ্রিল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সেবির নির্দেশের বিরুদ্ধে আনা সুব্রত রায়ের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে স্যাট।
|
কিংফিশারের বিমান ফেরাতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদেশি সংস্থা ও ব্যাঙ্কের থেকে কিংফিশারের ভাড়া নেওয়া ১৫টি বিমান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। এ দিন দিল্লি থেকে ফোনে ডিজিসিএ প্রধান অরুণ মিশ্র জানান, ভাড়া দেওয়া সংস্থাগুলি বিমানগুলির রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ করেছিল। সেই মতো ১৫টি বিমানের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। কিন্তু সেগুলি আটকে রেখেছিল কলকাতা-সহ বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। মিশ্র বলেন, “এই সব বিমানবন্দর কর্তৃপক্ষ কিংফিশারের কাছ থেকে টাকা পায়। কিন্তু এ ভাবে বিমান আটকে রাখা যায় না। তাই বিদেশি সংস্থাগুলিকে বলা হয়েছে বিমান ফিরিয়ে নিয়ে যেতে। তবে তার আগে এত দিন ধরে বিমান পার্কিং-এর পাওনা ভাড়া মিটিয়ে দিতে হবে।”
|
উত্তাল সাইপ্রাস
সংবাদসংস্থা • নিকোসিয়া |
ব্যাঙ্ক বন্ধ। এটিএমে সাকুল্যে দিনে তোলা যাচ্ছে ১০০ ইউরো। রাস্তা বিক্ষোভে উত্তাল। শেষ মুহূর্তের চুক্তিতে সাইপ্রাস দেউলিয়া ঘোষণা এড়ানোর পরের দিন যেন গ্রিসের অগ্নিগর্ভ ছবিই উঠে এল ওই দ্বীপ রাষ্ট্রে। মূলত ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ায় দেউলিয়া ঘোষণার মুখে এসে দাঁড়িয়েছিল সাইপ্রাস। শেষে ব্রাসেলসের বৈঠকে এক হাজার কোটি ইউরো ত্রাণ প্রকল্প পাওয়া নিশ্চিত করেছে তারা। ফলে দেউলিয়া ঘোষণা করতে হচ্ছে না ঠিকই। কিন্তু অর্থ পাওয়ার শর্ত হিসেবে হাঁটতে হবে ব্যয় সঙ্কোচের পথে। ঢেলে সাজতে হবে ব্যাঙ্কিং ব্যবস্থা। বন্ধ হবে সাইপ্রাস পপুলার ব্যাঙ্ক। সেখান থেকে ১ লক্ষ ইউরোর কম সব আমানত সরানো হবে ব্যাঙ্ক অফ সাইপ্রাসে। দু’ব্যাঙ্কের ১ লক্ষ ইউরোর বেশি সব আমানত লাগানো হবে ব্যাঙ্ক অফ সাইপ্রাসের মূলধন জোগাতে।
|
প্রাচীন বাংলার রাজধানী গৌড়, আদিনা এবং সুপ্রাচীন বৌদ্ধ বিহার জগজীবনপুরের ঐতিহাসিক সৌধগুলি পর্যটকদের ঘুরে দেখার জন্য রাজ্যের পর্যটন দফতর বাতানূকুল বাস পরিষেবা চালু করছে। আজ, বুধবার রাজ্যের নারী ও সমাজ কল্যান মন্ত্রী সাবিত্রী মিত্র ও রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ওই বাস পরিষেবার সূচনা করবেন। মঙ্গলবার তিনি জানান, জেলার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে গৌড়, আদিনা, জগজীবনপুরের সৌধগুলি পর্যটকদের ঘুরে দেখানোর জন্য ৩০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু হচ্ছে। ৪০০ টাকায় গৌড়, আদিনা ঘোরানোর পাশাপাশি জলখাবার ও দুপুরের খাবার বন্দোবস্ত করা হয়েছে। বাসে সরকারি গাইড থাকবেন। প্রতিদিন সকাল ৯টায় মালদহ ট্যুরিস্ট লজ থেকে বাস ছাড়বে।
|
দেশ জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
পয়লা এপ্রিল থেকে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক মালিকেরা। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের ডাকা ১২ দফা দাবিতে দেশজোড়া ধর্মঘটে সামিল হচ্ছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনও। এর আগে গত বছর অগস্ট মাসেও এ রাজ্যে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছিল অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধে তারা পিছিয়ে আসে। এ রাজ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াই লক্ষ ট্রাক চলে। ধর্মঘট হলে বাণিজ্যে প্রভূত ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। |