উচ্চ মাধ্যমিক
নির্ভুল মূল্যায়ন চাই, খাতা দেখতে তাই বাড়তি সময়
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো থাকেই। সেই সঙ্গে যুক্ত হয় একাদশের বার্ষিক পরীক্ষার খাতাও। ফি-বছর পরীক্ষার পরে খাতা দেখে নির্দিষ্ট সময়ে তা জমা দিতে হিমশিম খান পরীক্ষকেরা। যেমন-তেমন করে উত্তরপত্র যাচাইয়ের অভিযোগও ওঠে। অনেক ক্ষেত্রে মামলা-মকদ্দমার ঝক্কিও সামলাতে হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।
এই অবস্থায় খাতা দেখার জন্য সংসদ এ বার পরীক্ষকদের বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এত দিন ১০০টি উত্তরপত্র দেখার জন্য পরীক্ষকদের ১৫ দিন সময় দেওয়া হত। এ বার ওই সংখ্যক খাতা দেখে স্ক্রুটিনি করার জন্য পরীক্ষকদের ১৯ দিন সময় দেওয়া হবে বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। অর্থাৎ ১০০টি খাতা দেখার হিসেব ধরলে বাড়তি সময় মিলবে চার দিন।
উচ্চ মাধ্যমিকে কিছু কিছু বিষয়ে এক জন পরীক্ষককে সর্বাধিক ১৫০টি খাতা দেখতে হয়। মাধ্যমিকে সেই সংখ্যাটা ২০০-২৫০-য় গিয়ে দাঁড়ায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরপর হওয়ায় ওই দুই পরীক্ষার খাতা দেখার দায়িত্বও একসঙ্গে সামলাতে হয় পরীক্ষকদের।
সংসদ-সভাপতি মুক্তিনাথবাবু মঙ্গলবার বলেন, “শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রস্তাব মেনেই পরীক্ষকদের খাতা দেখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরীক্ষার ফল প্রকাশের পরে প্রতি বছরই মূল্যায়ন নিয়ে মামলা করেন পরীক্ষার্থীদের অনেকে। অনেক সময়েই উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন না-হওয়ায় মুখ পোড়ে সংসদের। মুক্তিনাথবাবু এ দিন বলেন, “তথ্যের অধিকার আইন বলবৎ হয়েছে। এর জেরে যে-কেউ খাতা দেখতে পারেন। উত্তরপত্রের মূল্যায়নে ভ্রান্তি থাকলে সেটা সংশ্লিষ্ট পরীক্ষক এবং সংসদ উভয়েরই অস্বস্তির কারণ হয়।”
উত্তরপত্র মূল্যায়নের সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে খাতা নিয়ে যাতায়াতের সময় পরীক্ষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন মুক্তিনাথবাবু। এ বছর ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা রাস্তা থেকে উদ্ধার হয়েছে। এমন ঘটনা এড়াতেই সভাপতির এই পরামর্শ।
সংসদ-সভাপতি জানান, এ বার গণটোকাটুকি এবং ভাঙচুরের অভিযোগ এসেছে ১০টি পরীক্ষা কেন্দ্র থেকে। ওই দশটি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষক এবং সেগুলিতে যে-সব স্কুলের ছাত্রছাত্রীদের আসন পড়েছিল, সেখানকার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের ডেকে পাঠানো হয়েছে। ঘটনার রিপোর্টও চাওয়া হয়েছে তাঁদের কাছে। সেই সব রিপোর্ট শিক্ষা দফতরে পাঠানো হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে সভাপতি জানান।
সংসদের কর্তারা এ দিনই জানান, এ বার একাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল। চলবে ২১ এপ্রিল পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.