নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চড়া রোদে দুপুরে খেলা নিয়ে মর্গ্যান বনাম সাতোরি চাপান উতোর শুরু হয়ে গেল। আই লিগে দুই বিদেশি কোচের দলের মধ্যে ধুন্ধুমার যুদ্ধের তিন দিন আগেই। ইস্টবেঙ্গল-প্রয়াগ ইউনাইটেড ম্যাচ শুক্রবার। মঙ্গলবার মর্গ্যানকে কটাক্ষ করে সাতোরি বলেন, “গরম নিয়ে মর্গ্যানের মন্তব্য পড়েছি। কিন্তু ফেডারশেন তো পাঁচ মাস আগে সূচি তৈরি করেছে। তখনই সবাই জানত এই গরমের মধ্যে খেলতে হবে। তখন কেন প্রতিবাদ করেনি? এখন অজুহাত দিয়ে কী হবে!” |
গ্রীষ্মের দুপুরের চড়া রোদে ম্যাচ নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করছেন মর্গ্যান। এলকোর মন্তব্যে নতুন করে আগুনে ঘি পড়তে পারত। কিন্তু মর্গ্যান সে পথে হাঁটেননি। বললেন, “আমার কাছে এখন আই লিগের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। কে কী বলল, ভাবার সময় কোথায়?” এলকোর ‘আক্রমণ’ এড়িয়ে গেলেও, মর্গ্যান শিল্ড ফাইনালের বদলার ম্যাচের আগে গরমের সঙ্গে ফুটবলারদের সখ্যতা বাড়ানোর চেষ্টা চালালেন এ দিন। চিডিদের নিয়ে প্রায় দু’ঘণ্টা রোদে অনুশীলন করালেন। ওপারা সুস্থ হয়ে ওঠায় প্রয়াগ ম্যাচে চিডি, পেনের সঙ্গে তৃতীয় বিদেশি হিসেবে সম্ভবত তিনিই শুরু করবেন। বরিসিচ বাইরে। কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না খাবরাকে। গুরবিন্দর এ দিন অনুশীলনে এলেও বৃহস্পতিবার তাঁর চোট দেখে খেলানোর সিদ্ধান্ত নেবেন মর্গ্যান। নয়তো ডিফেন্সে রাজু গায়কোয়াড় খেলবেন। মেহতাবের চোট থাকলেও তিনি খেলছেন। প্রয়াগে কার্লোসের হাতের চোট নিয়ে জল্পনা থাকলেও এলকো সাফ জানান, শুক্রবার খেলতে কোনও সমস্যা নেই বিশ্বকাপারের। |