নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক জন পোড়খাওয়া। অন্য জন এ দেশে নবাগত। কিন্তু বৃহস্পতিবার কল্যাণীতে সম্মুখসমরে দুই ফুটবলাররেই লক্ষ্য একইযে ভাবে হোক নিজের দলের অবনমন বাঁচাও।
পৈলান ম্যাচে জোড়া গোল করে ফর্মে ফেরা বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার টোলগে ওজবে যখন বলছেন, “আমি গোল করার চেয়েও গুরুত্বপূর্ণ দলের তিন পয়েন্ট। ওটাই আমাদের অবনমন বাঁচানোর অক্সিজেন।” ঠিক তখনই ইংলিশ প্রিমিয়ার লিগের ভারতীয় মালিকানার দল ব্ল্যাকবার্ন রোভার্স থেকে লিয়েনে লাজং এফসি-তে খেলতে আসা ব্রাজিলীয় বংশোদ্ভূত পর্তুগিজ স্ট্রাইকার এডিনহো জুনিয়র বলছেন, “আমার ভারত ছাড়ার সময় লাজং সমর্থকরা যেন প্রিয় দল অবনমন থেকে বেঁচে গিয়েছে দেখে খুশি মনে আমাকে বিদায় জানাতে পারে।” |
আগের ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ফেরা টোলগে নিজের লক্ষ্যে অবিচল থাকলেও তাঁর কোচ করিমের কপালের ভাঁজ দূর হয়নি। মঙ্গলবার অনুশীলনে আসেননি জ্বর-পরবর্তী দুর্বল ওডাফা। চিকিৎসকের পরামর্শ নিয়ে বুধবার কিংবা ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দেবেন। বাগানের ভিতরের খবর, পরের ডেম্পো ম্যাচের কথা ভেবে ওডাফাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে লাজং ম্যাচে। কার্ড এবং চোট সমস্যায় নেই ডেনসন, মণীশ ভার্গব এবং স্নেহাশিস। মাঝমাঠে ডেনসনের জায়গা নিতে পারেন সুশান্ত ম্যাথু। তবে রক্ষণে ফিরছেন নির্মল ছেত্রী। এই পরিস্থিতিতে ১৬ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া মোহন কোচ বলছেন, “পুণে-লাজং ম্যাচ দেখেছি। আমাদের ডিফেন্সকে সতর্ক থাকতে হবে।” পরক্ষণেই চেনা মেজাজে করিম যোগ করলেন, “তবে ভুলে যাবেন না শেষ ষোলো ম্যাচে মাত্র দুটো হেরেছি আমরা।” আর নুনো গোমসের একদা সতীর্থ এডিনহো? তাঁর বিপক্ষ কোচ বলছেন, “নিজের দল নিয়েই এখন ভাবতে চাই।” সে জন্য ম্যাচের দু’দিন আগেই দল নিয়ে কল্যাণী পৌঁছে গিয়েছেন। এমনকী দোলের সকালে প্র্যাক্টিসও করাবেন। লাজং কোচ থাংবই সিন্তো অবশ্য নিজের দল ছাড়াও বাগানের হাঁড়ির খবর রাখছেন। কার্ড সমস্যায় তাঁর মাঝমাঠে নেই পাঁচ বছর আগে মোহনবাগানে খেলে যাওয়া লালরামলুহা। লাজং কোচ বললেন, “ওডাফা না থাকলে অবশ্যই সুবিধা। তবে ফিট টোলগে আবার চিন্তার। যদিও ওদের বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক রেকর্ড ভাল।” আর এডিনহো নিয়ে পরিষ্কার বাংলায় লাজং কোচ বললেন, “ও আমার তুরুপের তাস। সুযোগ পেলে গোল করতে ভুল করে না। ‘ফক্স ইন দ্য বক্স’।”
|