খুনের ঘটনায় বেকসুর খালাস
নিজস্ব সংবাদদাতা • কালনা |
খুনের ঘটনায় ৩২ জনকে বেকসুর খালাস ঘোষণা করল কালনা ফাস্ট ট্র্যাক আদালত। পূর্বস্থলী ১ ব্লকের গোকর্ণ গ্রামের সিপিএম কর্মী রকিবুল শেখের খুনের ঘটনায় মঙ্গলবার এই রায় দেন বিচারক অখিলেশ পাণ্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালে দোগাছিয়া পঞ্চায়েতের গোকর্ণ গ্রামে খুন হন দু’জন তৃণমূল কর্মী। এর পরই এলাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়। খুনের ঘটনায় রকিবুলের নাম জড়িয়ে যায়। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হন তিনি। করাইল এবং গোকর্ণ গ্রামের মাঝে স্থানীয় মানুষ তাঁর সাইকেল পড়ে থাকতে দেখেন। এ বছর ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দফায় গোকর্ণ গ্রামের দে-ডোমের বিল থেকে উদ্ধার হয় খুন হওয়া রকিবুলের শরীরের বিভিন্ন অংশ। দোগাছিয়ার বর্তমান প্রধান প্রণব রায়চৌধুরি-সহ ৩২ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। প্রণববাবু বলেন, “আমাদের যে শুধু শুধু ঘটনায় জড়োনা হয়েছিল তা এ দিনের রায়ে স্পষ্ট হয়ে গেল।”
|
অস্ত্র রাখায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
খুন এবং অস্ত্র রাখার অভিযোগে পূর্বস্থলী ২ ব্লকের পাঠানগ্রাম এলাকা থেকে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অদূত মোল্লা। তার কাছ থেকে একটি পাইপগান এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ১৪ জানুয়ারি পাটুলির বিবিতলা এলাকায় আতর আলি মল্লিক নামে এক যুবককে দুষ্কৃতীরা খুন করে। এই ঘটনায় সিরাজ শেখ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। তাকে জেরা করে অদূত মোল্লার নাম উঠে আসে। সোমবার রাতে তাকে ফাঁদ পেতে ধরা হয়। মঙ্গলবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বেআইনি অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এর আগেও অদূতকে ধরে পূর্বস্থলী থানার পুলিশ।
|
কাটোয়ার দুর্গাগ্রামে অসিত বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
বসন্ত না ফুরোতেই বাড়ছে গরম। বাড়ছে ওঁদের ব্যস্ততাও। হাতে-হাতে তৈরি হচ্ছে হাতপাখা। মহিলারা তো বটেই, বৃদ্ধেরাও হাত চালাচ্ছেন। অবসরে মায়েদের সঙ্গী খুদেরাও। |