টুকরো খবর |
অধিকার প্রকল্পে বঞ্চনার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অধিকার প্রকল্প থেকে কুশমন্ডি বিধানসভা এলাকার উপভোক্তারা বঞ্চিত হয়ে আছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, জেলার অন্য পাঁচ বিধায়কের এলাকায় প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৪৫ হাজার টাকা বাসিন্দারা পেলেও কুশমন্ডিতে বাসিন্দারা তা পাচ্ছেন না। এলাকার আরএসপির বিধায়ক নর্মদা রায় সময়মত তালিকা না পাঠানোয় এই বিপত্তি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে প্রকল্পে জেলাকে প্রায় ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। বিধায়ক নর্মদা রায়ের অভিযোগ। “প্রশাসনের পক্ষ থেকে সময়মত খবর দেওয়া হয়নি। ফলে তালিকা পাঠাতে দেরি হয়েছে।” জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক প্রলয় রায় চৌধুরী বলেন, “অভিযোগ ঠিক নয়। জেলার ৬ জন বিধায়কের কাছেই প্রকল্পে উপভোক্তাদের তালিকা চেয়ে চিঠি করা হয়। কুশমন্ডির বিধায়ক দেরি করে ওই তালিকা জমা দিয়েছেন। অনুমোদন এলে এলাকার উপভোক্তাদের ঘর তৈরির আর্থিক সাহায্য করা হবে।”
|
বিধবা বৌদিকে মারধর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পারিবারিক বিরোধের জেরে বিধবা বৌদিকে মারধর করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ওই মহিলা ঝর্ণা দাসকে মালদহ মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। রবিবার মালদহের রসিলাদহের লক্ষ্মীপুর কলোনি এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তাকে ধরতে তল্লাশি চলছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে স্বামী যামিনী দাস মারা যাওয়ার পরে দেওরের সঙ্গে ঝর্ণা দেবীর বিবাদ শুরু হয়। দুই ছেলেকে নিয়ে পৃথকভাবে বসবাস শুরু করেন মহিলা। সম্প্রতি বড় ছেলের বিয়ে দেন। এ দিকে পারিবারিক বিবাদের জেরে দেওর পরিতোষ দাস অন্যত্র থাকতে শুরু করেন। অভিযোগ, বাড়ি ফাঁকা পেয়ে পেশায় কাঠ মিস্ত্রি দেওর হামলা করেন। অভিযুক্ত পরিতোষবাবুর স্ত্রী শিখা দাস বলেন, “স্বামী বাইরে কাজে ছিলেন। তাঁকে ফাঁসানো হচ্ছে।”
|
ঘুমের ঘোরেই পিষ্ট দাদু-নাতি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাস্তার ধারের ঝুপড়িতে ধাক্কা মারলে দাদু ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টা নাগাদ গাজলের ছিটকামহল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম শিবচরণ মির্ধা (৫৫) এবং সম্রাট মির্ধা (৭)। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও খালাসি পালিয়ে গিয়েছে।” নাসিক থেকে একটি পেঁয়াজের ট্রাক হিলির দিকে যাচ্ছিল। ছিটকামহলের কাছে জাতীয় সড়কে পাশে বহু ঝুপড়ি রয়েছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটি ঝুপড়ির মধ্যে ঢুকে পড়ে। দাদু ও নাতি সেই সময় ঘুমিয়ে ছিলেন। ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে চালক ও খালাসি পালিয়ে যান। পুলিশ দেহগুলি উদ্ধার করে।
|
বিএড-এ ভর্তি কবে, ঠিক হয়নি এখনও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিএডের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা ঠিক করতে পারেনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। ফর্মের দাম কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-সহ বিভিন্ন সংগঠন উপাচার্যকে স্মারকলিপি দেয়। ১৩ মার্চ থেকে ফর্ম বিলির কথা ঘোষণা করে পরে তা দুদিন পিছিয়ে দেওয়া হয়। ১২ মার্চ কিছু ছাত্র এবং বহিরাগতরা ফর্মের দাম কমানো-সহ নানা দাবিতে আন্দোলন করেন। উপাচার্য সমীরকুমার দাস বলেন, “কর্ম সমিতির সভায় তার প্রতিবাদে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে পুলিশে অভিযোগ হবে।” এ ব্যাপারে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দেবেন। তার পরেই ভর্তির প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হবে।
|
আচমকা-আগুনে ভীত ইসলামপুর
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
আচমকা আগুন জ্বলে উঠছে। কখনও বাড়ির বাইরে। আবার কখনও বাড়ির ভিতরে। কেউ আগুন জ্বালছে এমনটা নয়। নিজে থেকে তা জ্বলে উঠছে। এক মাস থেকে চলতে থাকা ওই আগুন ঘিরে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের পুরাতনপল্লিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছড়িয়েছে গুজব। তদন্তে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মঞ্চের ইসলামপুর শাখার সম্পাদক সুখলাল অধিকারী বলেন, “নিকাশি নালা দীর্ঘদিন থেকে নোংরা জল ও আবর্জনায় ভরে আছে। মনে হয়েছে সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়ে বাইরে অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র আগুন জ্বলছে।”
|
চার দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছেন পুলিশ কর্মীরা। রবিবার রাতে ইসলামপুর থানার সোনাখোদা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে তিন জনের বাড়ি সুজালি এলাকায়। এক জনের বাড়ি বিহারের ঠাকুরগঞ্জে। ধৃতদের হেফাজত একটি দেশি পিস্তল, একটি কার্তুজ এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
|
পুরসভার সাহায্য
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে রায়গঞ্জ পুর এলাকার ৫০টি বিপিএল পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দিল রায়গঞ্জ পুরসভা। সোমবার বিকালে প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে চেক পুরসভার তরফে তুলে দেওয়া হয়।
|
গাঁজা-মদ উদ্ধার |
রবিবার রাতে ইসলামপুর থেকে প্রচুর গাঁজা-সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনের কাছ থেকে গাঁজা ছাড়াও মদ উদ্ধার করা হয়েছে।
|
ক্ষোভ চাষিদের |
বিএসএফের বিরুদ্ধে পাট চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলল তপন ব্লকের চাষিরা। বিএসএফের বক্তব্য, “পাট, গাছের লম্বা ও ঘন ঝাড়ের জন্য সীমান্তে পাহারায় সমস্যা দেখা দেওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা |
রবিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার ডাউয়াগুড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডাউয়াগুড়ি শাখায় ডাকাতির চেষ্টা হয়। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “সিসিটিভিটি চুরি হয়েছে। তদন্ত চলছে।” |
|