জয়রামের ফোন সুব্রতকে
গ্রামোন্নয়নে রাজ্যকে আরও ২৭০ কোটি দিচ্ছে কেন্দ্র
ঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই চালালেও পশ্চিমবঙ্গের প্রাপ্ত বরাদ্দ নিয়ে রাজনীতি না করার বার্তাই দিচ্ছে মনমোহন সিংহের সরকার। পঞ্চায়েত ভোটের আগে গ্রামোন্নয়ন প্রকল্পে কেন্দ্রের পাঠানো টাকা খরচ করে তৃণমূল রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছে বলে ক’দিন আগেই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পঞ্চায়েত ভোট পর্যন্ত এই সব প্রকল্পের টাকা আটকে রাখার প্রস্তাবও দেন কেউ কেউ। কিন্তু কেন্দ্র যে সে দাবি মানবে না, তা বোঝাতে আজই একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যকে অতিরিক্ত ২৭০ কোটি টাকা বরাদ্দ করেছে জয়রামের মন্ত্রক।
সোমবার বিকেলে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ফোন করে এই বরাদ্দের কথা জানান জয়রাম। সুব্রতবাবু পরে বলেন, “জয়রাম বললেন, ওই প্রকল্পে গোটা দেশে ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখান থেকে পশ্চিমবঙ্গকে ২৭০ কোটির বেশি দেওয়া গেল না। আপনি অনুরোধ করেছেন বলেই এই টাকা দেওয়া হল।” কেন্দ্রের এই বাড়তি বরাদ্দে সন্তোষ প্রকাশ করেছেন সুব্রতবাবু। পরে জয়রাম জানান, ৪ এপ্রিল রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আরও ২১৬৯ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়ক নির্মাণের জন্য অনুমোদন দেবে কেন্দ্র।
জয়রামের সঙ্গে সম্প্রতি ফোনে কথোপকথনেই একশো দিনের কাজ প্রকল্পে বকেয়া তিনশো কোটি টাকা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজই পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন প্রকল্পে অবিলম্বে এক হাজার কোটি টাকা চেয়ে যোজনা কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও অর্থসচিব এইচ কে দ্বিবেদী। তাঁদের বক্তব্য, এই খাতে চলতি আর্থিক বছরে রাজ্যের প্রাপ্য ছিল দেড় হাজার কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত মাত্র পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাকি টাকা ৩১ মার্চের মধ্যে দেওয়ার জন্য যোজনা কমিশনের কাছে আর্জি জানান তাঁরা। এ ক্ষেত্রেও কেন্দ্র ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা বলেন, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকার কেন গ্রামীণ এলাকার উন্নয়ন বা পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের খাতে অনুদান চাইছে, তা পরিষ্কার। কিন্তু এ-ও ঠিক যে, কেন্দ্র বরাদ্দ দিতে দেরি করলে ভোটে তৃণমূল বঞ্চনার রাজনীতিকে হাতিয়ার করবে। তাতে কংগ্রেসের মন্দ বই ভাল হবে না।” সেটা মাথায় রেখেই প্রদেশ নেতৃত্বকে কংগ্রেস হাইকম্যান্ডের পরামর্শ, কেন্দ্র কোন খাতে কত টাকা রাজ্যকে পাঠাচ্ছে, তা বেশি করে প্রচার করুন। এটাও জানানো হোক যে, রাজ্যের ভাঁড়ে মা ভবানী। যা হচ্ছে তা কেন্দ্রের টাকাতেই। রাজ্য সরকার বিরোধী প্রচারে রসদ যোগাতে প্রদীপবাবুকে চিঠিও পাঠিয়েছেন জয়রাম। তাতে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবর্ষে একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যকে ৩১১৭ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ইন্দিরা আবাস যোজনায় আরও ৪০৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। অনেকেরই ধারণা, এ ভাবে অর্থ বরাদ্দ করে তৃণমূলের সঙ্গে সমঝোতার দরজাও খুলে রাখছেন জয়রামরা। তবে শাকিলের কথায়, “পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করে দেবে পঞ্চায়েত ভোট। তাই পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.