|
|
|
|
প্রাথমিকে শিক্ষক নিয়োগ:
পরীক্ষার্থীদের জন্য |
|
|
|
• ৩১ মার্চ পরীক্ষা শুরু দুপুর ১টায়। শেষ দুপুর ২টোয়। পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে কেন্দ্রে ঢোকা যাবে।
• অন্তত ১৫ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসতে হবে। কারণ, ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে।
• আসল অ্যাডমিট কার্ডের দু’টি অংশই নিয়ে যেতে হবে।
• সেখানে প্রার্থীর ছবি ও ব্যাঙ্কের সই থাকা আবশ্যক।
• কালো কালির পেন দিয়ে ‘অপ্টিক্যাল মার্ক রিকগনিশান শিট’ পূরণ করতে হবে।
• ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে পরীক্ষাকেন্দ্রের নাম জানতে পারবেন। এসএমএসের ক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে ROLL<SPACE>ROLL NO লিখে ৫৬৭৬৭ অথবা ৫৬১৬১ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া http://www.wbbpe.org বা http://www.wbsed.gov.in বা http://www.wbresults.nic.in সাইট থেকেও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের নাম জানতে পারেন।
• জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, জেলা স্কুল পরিদর্শক, এসআইয়ের অফিসেও পরীক্ষাকেন্দ্রের তালিকা থাকবে। |
করা যাবে না |
• অ্যাডমিট কার্ডের ফটো-কপি নিয়ে পরীক্ষায় বসা।
• ক্যালকুলেটর, মোবাইল ইত্যাদি নিয়ে পরীক্ষার হলে ঢোকা। |
|
|
|
|
|