পঞ্চায়েত নির্বাচনে প্রার্থিপদ নিয়ে আলোচনা সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন তিন তৃণমূল কর্মী। তাঁদের অভিযোগের তির দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর দিকে। রবিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর থানার কুচিয়াকোল বাসস্ট্যান্ড এলাকায়। হারু রায়, নিরঞ্জন দে ও সুদর্শন দে নামে আহত তিন জনকে রাতেই বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের বাড়ি ওই এলাকার বাজে ময়নাপুর গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, জয়পুর ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ খাঁয়ের অনুগামী কর্মীরা রবিবার সন্ধ্যায় কুচিয়াকোল পার্টি অফিসে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা সেরে ফিরছিলেন। দলের ব্লক সভাপতি স্বপন কোলের গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা বাধে। রাস্তাতেই মারামারি শুরু হয়। মাথা ফাটে ওই তিন জনের।
দিলীপ খাঁ বলেন, “আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ওই এলাকার কর্মীরা আলোচনায় বসেছিলেন। শুনলাম আমাদের দলেরই কিছু কর্মী তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেছেন। আমি পুলিশকে জানাতে বলেছি।” সোমবার মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের শল্য বিভাগের বিছানায় শুয়ে নিরঞ্জনবাবু বলেন, “আমরা যাতে প্রার্থী হই, সে জন্য ভয় দেখানোর উদ্দেশ্যেই স্বপন কোলের তিন অনুগামী সঞ্জয় বটব্যাল, রণজিত্ চৌধুরী ও হরি পাত্র লাঠি হাতে আমাদের বেধড়ক পেটায়। ওদের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ জানিয়েছি।” ব্লক তৃণমূল সভাপতি স্বপনবাবুর অবশ্য দাবি, “ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে এই মারামারির ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। |