দেড় কিলো ওজনের সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। সোমবার সকালে এক ব্যক্তি যখন উত্তর ২৪ পরগনার বাগদার মধুপুর সীমান্তে কাঁটাতারের বাইরে থাকা খেত থেকে কাজ করে ফিরছিলেন তখন তার গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফের। তাকে তল্লাশির সময় উদ্ধার হয় সোনার বিস্কুট। যদিও ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে। তবে বিএসএফ তার পরিচয় জানতে পেরেছে।
বিএসএফের এক কর্তা বলেন, “পলাতক ব্যক্তির নাম সৈয়দ আলি মণ্ডল। বাড়ি স্থানীয় হরিহরপুরে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার সঙ্গে থাকা একটি প্যাকেট থেকে ১০টি সোনার বিস্কুট পড়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
বনগাঁ মহকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচার অবশ্য নতুন নয়। কয়েকদিন আগেই গাইঘাটার আংরাইল এলাকায় বাসের মধ্যে সোনার বিস্কুট নিয়ে ধরা পড়েছিল এক ছাত্রী। শুধু সোনার বিস্কুটই নয়, পাচার হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর বলেন, “মাস দুয়েক আগেও পাচারের সময় বাগদার সলক সীমান্তে ১৬ লক্ষ টাকার গ্যাস সিলেন্ডার উদ্ধার হয়েছিল। বাঁশঘাটা ও গাঙ্গুলিয়া প্রভৃতি সীমান্ত দিয়েও পাচার চলছে।”
এ দিকে ক্রমাগত বেড়ে চলায় পাচারে আশঙ্কিত সীমান্ত এলাকার বাসিন্দারা। |