নন্দীগ্রামে সর্বদলে বামেরাও নিজস্ব সংবাদদাতা • তমলুক
সিপিএমের জোনাল অফিস-সহ সমস্ত দলীয় কার্যালয় দীর্ঘ দিন ধরেই বন্ধ নন্দীগ্রামে। এই পরিস্থিতিতে প্রায় তিন বছর পর পঞ্চায়েত ভোট নিয়ে প্রশাসনের ডাকা সর্বদল বৈঠকে সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলি যোগ দেওয়ায় আলোড়ন পড়ল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা প্রশাসনিক অফিসে সর্বদল বৈঠকের পর এ বার ব্লক স্তরেও বৈঠক হচ্ছে। নন্দীগ্রাম ১ ব্লকে রবিবার সর্বদল বৈঠকে বিডিও ইজাজ আহমেদ আসন্ন নির্বাচনের নিয়মাবলী-সহ মনোনয়ন জমা দেওয়া নিয়ে আলোচনা করেন। বৈঠকে ছিলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য পীযূষ ভুঁইয়া, কংগ্রেস নেতা প্রদীপ্ত ত্রিপাঠী, সিপিএমের নন্দীগ্রাম জোনাল কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি, সিপিআই নেতা কালীপদ মেইকাপ, আরএসপির অমলেন্দু কাজলি প্রমুখ। বৈঠকে রবীন্দ্রনাথবাবু ঘরছাড়া সিপিএম সমর্থকদের বাড়ি ফেরানো ছাড়াও অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়ার দাবি জানান।
খুনের অভিযোগ নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
কলেজ ছাত্র দুর্গাপদ মুর্মুর মৃত্যুর ঘটনায় খুনের মামলা করলেন পরিজনেরা। রবিবার দুর্গাপদবাবুর ভাই বলরাম মুর্মু চন্দ্রকোনা রোড ফাঁড়িতে নিহতের প্রেমিকা-সহ সাত জনের নামে খুনের মামলা করেন। গত ১৬ মার্চ চন্দ্রকোনা রোড ব্লকের আমশোল পঞ্চায়েতের বলরামপুরের বাড়ি থেকে দুর্গাপদবাবু স্থানীয় ন্যাড়াকোপায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পর দিন চন্দ্রকোনার ন্যাড়াকোপা গ্রামে এক অগভীর, ছোট কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে চন্দ্রকোনা কলেজের ওই ছাত্রের মৃত্যু অস্বাভাবিক বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, ন্যাড়াকোপারই এক মেয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে দুর্গাপদের প্রেম ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরে। বলরাম মুর্মু বলেন, “বিয়ের দিন দাদার সঙ্গে ওই মেয়েটির দেখা হয়েছিল। দু’জনের মধ্যে কথাকাটিও হয়।” তাঁর দাবি, “সম্পর্কে চিড় ধরায় মেয়েটির বাবা এবং আত্মীয়েরা মিলে দাদাকে খুন করে কুয়োয় ফেলে দিয়েছে।”
দিঘা রুটে ট্রেনের দাবি নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
রেল প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে নানা দাবি জানালেন কংগ্রেস নেতৃত্ব। সোমবার রেলের এক অনুষ্ঠানে যোগ দিতে খড়্গপুরে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। কংগ্রেস নেতৃত্ব তাঁকে স্মারকলিপি দেন। জেলা কংগ্রেস নেতা মহম্মদ রফিকরা কেশপুরে কম্পিউটার চালিত টিকিট সংরক্ষণ কেন্দ্র, মেদিনীপুর-দিঘা রুটে ট্রেন চালু-সহ নানা দাবি জানান। মহম্মদ রফিক বলেন, “কেশপুরে কম্পিউটার চালিত টিকিট সংরক্ষণ কেন্দ্র চালু হলে স্থানীয়রা উপকৃত হবেন। মেদিনীপুর-দিঘা রুটে সরাসরি কোনও ট্রেন নেই। এই রুটে একটি নতুন ট্রেন প্রয়োজন। আশা করি, আবেদন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে। মন্ত্রীর কাছ থেকে সেই আশ্বাসও পেয়েছি।”
ছাত্রীর অপমৃত্যু নিজস্ব সংবাদদাতা • তমলুক
স্কুল পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের তমলুকের গোবরা গ্রামে। মৃত ছাত্রীর নাম ঝুমা দাস (১৭)। সে স্থানীয় খারুই ইউনিয়ন হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিষয় নিয়ে ঝুমাকে তাঁর ঠাকুমা বকেছিল। এর জেরে অভিমানে রবিবার বিকেলে বাড়ির অন্য সদস্যদের নজর এড়িয়ে সে কার্বলিক অ্যাসিড খায়। পরে পরিজনেরা তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তমলুক জেলা হাসপাতালের পথে ঝুমার মৃত্যু হয়। পুলিশের অনুমান বাড়ির লোকের বকুনির জেরেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে।
জয়ী কুড়লিবাড় নিজস্ব সংবাদদাতা • এগরা
ক্রিকেট টুর্নামেন্ট চলছে ভগবানপুরের গোয়ালাপুকুর ময়দানে। মহম্মদপুর ও দুর্বাচাকরি নেতাজি সঙ্ঘ, গোয়ালাপুকুর মহামিলনী সঙ্ঘ ও গোয়ালাপুকুর জনকল্যাণ সঙ্ঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কলকাতা ও দুই মেদিনীপুরের মোট ১৬টি দল যোগ দিয়েছে। ফাইনাল খেলা হবে ১৫ এপ্রিল। গ্রুপ লিগের খেলায় সোমবার মুখোমুখি হয় মহম্মদপুর স্বামী বিবেকানন্দ ক্লাব ও কুড়লিবাড় আজাদ হিন্দ ক্লাব। ১৩৩ রানে জেতে কুড়লিবাড়।
মূর্তি প্রতিষ্ঠা
নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসল দাঁতন ২ ব্লকের পলাশী আলোক সঙ্ঘ মাঠে। রবিবার মূর্তির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট চিকিৎসক পুণ্ডরীকাক্ষ মিশ্র। স্কুল ও সঙ্ঘের পরিচালনায় রবিবার থেকে মঙ্গলবারতিন দিন ধরে অনুষ্ঠান চলছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.