ওডাফা ওকোলির বৃহস্পতিবারের ম্যাচ খেলা নিয়েও সংশয় তৈরি হল। পরিস্থিতি যা তাতে অধিনায়ককে না খেলানোর সিদ্ধান্তই সম্ভবত নিতে হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে।
অবনমনের লড়াইতে শিলং লাজং ম্যাচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ বেঞ্চারিফার টিমের কাছে। সেখানে যাতে ওডাফাকে খেলানো যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পর সোমবার সকালে মাঠেও নেমেছিলেন মোহন অধিনায়ক। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে হালকা চালে ম্যাচও খেলেন তিনি। করিম ভেবেছিলেন, আজ মঙ্গলবার অনুশীলনের পরই কল্যাণীর টিম বাসে সঙ্গী করবেন অধিনায়ককে। কিন্তু অনুশীলনের পর ফের অসুস্থ হয়ে পড়েন ওডাফা। এ দিন রাতে তাঁকে ফোন করেন করিম। ওডাফা বলে দেন, “দুর্বল লাগছে।” ঠিক হয়, ওডাফাকে আজ ফের ডাক্তার দেখানো হবে। তারপর সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্ট চাইছে না দুর্বল গোলমেশিন কল্যাণীতে দুপুরের চড়া রোদে খেলে আরও সমস্যায় পড়ুন। কারণ, লাজং-এর পরই ডেম্পোর সঙ্গে খেলা নবিদের।
আই লিগ টেবিলের যা অবস্থা তাতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যেমন চারটি দলের মধ্যে সমানে সমানে যুদ্ধ চলছে, তেমনই অবনমনের লড়াইয়েও চারটে দল রয়েছে। ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডের নেমে যাওয়া প্রায় পাকা। আর একটা ম্যাচ জিতলেই মোহনবাগান টপকে যাবে তাদের। ফেডারেশনের টিম পৈলান অ্যারোজ নামবে না। এএফসি-র নিয়ম না মানায় এয়ার ইন্ডিয়া বাতিল হয়ে যাচ্ছে। ফলে করিমের টিমের লড়াই মূলত শিলং লাজং (২১ ম্যাচে ২০) এবং সালগাওকরের (২১ ম্যাচে ২৩) সঙ্গে। তবে মোহনবাগান পাঁচটি ম্যাচ কম খেলেছে। ১৬ ম্যাচে বাগানের পয়েন্ট ৯। করিম বলছেন, “ডু অর ডাই ভেবে খেলতে হবে। শিলং ম্যাচ আমাদের কাছে ছয় পয়েন্টের ম্যাচ।” শিলং শেষ ম্যাচে পুণের সঙ্গে ২-২ করেছে। ওডাফা না খেললেও নির্মল ছেত্রী ফিরছেন।
ডেম্পো হেরে যাওয়ায় চ্যাম্পিয়নশিপের লড়াইও জমে গিয়েছে। ইস্টবেঙ্গলের পরের খেলা প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে। এলকো সাতোরির টিমের কাছে কয়েকদিন আগেই আই এফ এ শিল্ড ফাইনালে হেরেছিল মর্গ্যানের টিম। আই লিগে ফের ওই ম্যাচের আগে আজ মঙ্গলবার পুরো টিমকে উদ্বুদ্ধ করতে শ্যামনগর বটতলা ইয়ং স্টারের উদ্যোগে প্রয়াগ টিমকে গণসংবর্ধনা দেওয়া হবে। প্রয়াগ ম্যাচ না জিতলে মর্গ্যানের টিমের খেতাব থেকে ছিটকে যাওয়ার সম্ভবনা। জিতলে চিডি-পেনরা টিঁকে থাকবেন খেতাবের লড়াইতে। ইস্টবেঙ্গলের সঙ্গে খেতাবের যুদ্ধে আছে চার্চিল ব্রাদার্স, ডেম্পো এবং পুণে এফ সি। রবিবার অপ্রত্যাশিতভাবে স্পোর্টিং ক্লুবের কাছে হেরে যাওয়ার পর পরের মরসুমে সরে যাওয়া ইচ্ছে প্রকাশ করেছেন ডেম্পো কোচ আর্মান্দো কোলাসো। তিনিও মনে করছেন, “এখনও লিগ ওপেন।” ইস্টবেঙ্গলের মেহতাব হোসেনই ঠিক বলেছেন। যে ভাবে অঘটন ঘটছে, তাতে মনে হচ্ছে লড়াই শেষ রাউন্ড পর্যন্ত চলবে।”
|
আই লিগে এখন |
চ্যাম্পিয়নের দৌড়ে |
চার্চিল ব্রাদার্স ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট
ইস্টবেঙ্গল ২১ ম্যাচে ৪১ পয়েন্ট
ডেম্পো ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট,
পুণে এফসি ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট |
অবনমনের মুখে |
মোহনবাগান ১৬ ম্যাচে ৯ পয়েন্ট
ইউনাইটেড সিকিম ২১ ম্যাচে ১২ পয়েন্ট
লাজং এফসি ২১ ম্যাচে ২০ পয়েন্ট |
|