আই লিগ টু-র চূড়ান্ত পর্বে ভবানীপুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দ্বিতীয় ডিভিশন আই লিগে ‘বি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে গেল মহমেডান স্পোর্টিং এবং ভবানীপুর। সঞ্জয় সেনের দল চূড়ান্ত পর্বে আগেই চলে যায়। এ দিন তাদের সঙ্গে ১-১ ড্র করে মূলপর্বে জায়গা পেল ব্যারেটোর দল। এ দিন গোলও এসেছে তাঁর পা থেকে। মহমেডানের গোলদাতা জেরি। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল মহমেডান। ভবানীপুরের পয়েন্ট ১৯। মহমেডান, ভবানীপুর চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেও ‘সি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বের টিকিট এখনও পুরোপুরি নিশ্চিত নয় সুব্রত ভট্টাচার্যর সাদার্ন সমিতির। বুধবার তাদের প্রতিপক্ষ এনপি প্রদীপ, সুরকুমার সিংহদের মুম্বই টাইগার্স। আট দলের গ্রুপে ছ’ম্যাচের পর সাদার্নের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে মুম্বইয়ের দলটি ১৩ পয়েন্টে। তাদের গায়ে গায়ে রয়েছে ছ’ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া গোয়ার ভাস্কো স্পোর্টস ক্লাব। চূড়ান্ত পর্বে যেতে হলে টাইগার্সের বিরুদ্ধে হারা চলবে না সাদার্নের নাসিম আখতার, সুরজ মণ্ডলদের। কোচ সুব্রত ভট্টাচার্য বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, “কঠিন গ্রুপে রয়েছি। তবে দলে কোনও চোট-আঘাত নেই।”
|
আজ গ্রিন টপে নামছে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একে রাঁচির রাস্তা থেকে বাস ঘুরিয়ে ফের ইনদওর যাত্রার ক্লান্তি। তার সঙ্গে নতুন ম্যাচ কেন্দ্রের সবুজ পিচ। আজ মঙ্গলবার বরোদার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সুপার লিগ ম্যাচে নামার আগে এই জোড়া দুশ্চিন্তা তাড়া করছে বাংলাকে। এর মধ্যেও স্বস্তির খবর, বরোদার হয়ে খেলছেন না ইউসুফ এবং ইরফান পাঠান। তবে ইনদওর থেকে এ দিন ফোনে বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল বললেন, “পাঠান ভাইরা না খেললেও ওদের অম্বাতি রায়ডু আছে। টি-টোয়েন্টিতে ও বিপজ্জনক। সঙ্গে আবার দেখলাম গ্রিন টপ দেওয়া হয়েছে আমাদের।” যা খবর, বাংলা দলে একটাই পরিবর্তন হচ্ছে। অভিষেক দাস ওপেন করবেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ায় চেষ্টা করা হয়েছিল অশোক দিন্দাকে খেলানোর। কিন্তু ব্যক্তিগত কারণে খেলতে পারছেন না বাংলার পেসার।
|
ফের শীর্ষে উডস
নিজস্ব প্রতিবেদন |
পুরো ঊনত্রিশ মাস পরে হারানো সিংহাসন পুনর্দখল করলেন টাইগার উডস! ওরল্যান্ডোর আর্নল্ড পামার ইনভিটেশনাল খেতাব জিতে এ দিন বিশ্ব র্যাঙ্কিংয়ে আবার এক নম্বরে তিনি। “এটা কঠোর পরিশ্রম, ধৈর্য্য আর জেতার অভ্যাসে ফিরতে পারার পুরস্কার,” বলেছেন উডস। এই নিয়ে এই টুর্নামেন্ট আট বার জিতলেন। উডস জানিয়েছেন পরের লক্ষ্য আগাস্টা মাস্টার্স। যার জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছেন কয়েক দিনের মধ্যেই।
|
স্টার স্পোর্টিং ক্লাবের ট্রায়াল ৩০-৩১ মার্চ ঘাটাল অগ্রণী সংঘ মাঠে। শুরু বিকেল ৩-টে থেকে। |