বিশ্ব টেনিসের ‘ফ্যাব ফোর’-এর বিরুদ্ধে খেলে ফেললেন সোমদেব দেববর্মন। এবং রজার ফেডেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ম্যাচের মতো নোভাক জকোভিচের বিরুদ্ধেও স্ট্রেট সেটে হারলেও অন্তত উড়ে যাননি ভারতের এই মুহূর্তে এক নম্বর সিঙ্গলস প্লেয়ার। গত রাতে মায়ামি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর জকোভিচের কাছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৫৪ নম্বর সোমদেব হেরেছেন ২-৬, ৪-৬।
আটষট্টি মিনিটের লড়াইয়ে সোমদেব মাত্র একটি ব্রেক পয়েন্ট পেলেও ফায়দা তুলতে পারেননি সেটারও। কি বিসকেনে গত দু’বারের চ্যাম্পিয়ন জকোভিচ ৩১টি প্রথম সার্ভিসের ২৮টিতেই পয়েন্ট জেতেন। সোমদেব দুটো সেট মিলিয়ে নিজের সার্ভিসে ছ’টা গেম জেতার পাশাপাশি প্রথম সার্ভিসে ২৮টির মধ্যে ১৭টিতে পয়েন্ট পান। সোজা কথায়, ক্র্যান্ডন পার্কের আউটডোর হার্ডকোর্টে ঝোড়ো হাওয়ার মধ্যে বিশ্বসেরার বিরুদ্ধে অন্তত সার্ভিসে ভারতীয় টেনিস তারকা বিশেষ পিছিয়ে ছিলেন না। প্রতিদ্বন্দ্বী হিসেবে সোমদেব যে একেবারে বেমানান ছিলেন না সেটা জকোভিচের ম্যাচ-উত্তর সাংবাদিক সম্মেলনে বক্তব্যেই পরিষ্কার। “ঝোড়ো হাওয়ার ব্যাপারটা ধরলে দিনটা ভালই কাটল। পরিস্থিতি মোটেই দারুণ ছিল না। এ রকম এলোমেলো হাওয়ার মধ্যে সার্ভিসের ছন্দ ধরে রাখা কঠিন। কারণ, এক্ষেত্রে একশো শতাংশ নিখুঁত সার্ভিস অসম্ভব। যথাসম্ভব নিখুঁত সার্ভিস করার জন্য অনেক অ্যাডজাস্টমেন্ট দরকার আর তার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হয়। এ সব মিলিয়ে আমার মনে হয় ম্যাচটায় দু’দিক থেকেই খুব ভাল সার্ভিস দেখা গিয়েছে। একটা গড়বড়ে দিন বিনা ঝামেলায় কাটাতে পেরে আমি খুশি,” বলেন জোকার।
ফেডেরারের থেকেও ছ’টা গেম জিতেছিলেন সোমদেব। নাদালকে একটা সেটে ৭-৫ টেনে নিয়ে গিয়েছিলেন। মারেকে একটা সেটে টাইব্রেক পর্যন্ত। তবে জকোভিচকে খেলার পর সোমদেবের যেন এটিপি-তে মহাকুলীন হয়ে ওঠার বৃত্ত পূর্ণ হল। “জকোভিচের বিরুদ্ধে আমার সার্ভিস ভাল হয়েছে। নইলে এ ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে ছ’টা গেম জেতা সম্ভব হত না,” বলে সোমদেব যোগ করেছেন, “জকোভিচ গত তিন বছর বিশ্বের প্রথম একশোর বাইরে থাকা কোনও প্লেয়ারের কাছে হারেনি। এ রকম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই করাটাও একটা বিরাট অভিজ্ঞতা।” |
সোমদেবের হারের মধ্যে অস্বাভাবিকতা নেই। অস্বাভাবিক বরং একই দিনে মায়ামি মাস্টার্সের ডাবলস থেকে দুই বাছাই ভারতীয়ের দ্বিতীয় রাউন্ডে বিদায়। ভূপতি-নেস্টর ৩-৬, ৩-৬ হারেন আলমাগ্রো-মারাচের কাছে। পেজ-লদ্রা হেরেছেন দিমিত্রভ-নিয়েলসেনের কাছে ৬-৭ (৬-৮), ৬-৭ (৪-৭)।
|